Nokia 5.1 Plus ফোনটি এখন ফ্লিপকার্ট আর নোকিয়া ডট কমে প্রি বুক করা যাবে
আপনাদের নিশ্চই মনে আছে যে Nokia 6.1 Plus স্মার্টফোনটি লঞ্চ করার সময়েই HMD গ্লোবাল তাদের Nokia 5.1 Plus স্মার্টফোনের বিষয়ে বলেছিল। আর সেই সময়ে এই ফোনটির দাম জানা যায়নি। আজকে HMD তাদের কথা মতন এই নোকিয়া ফোনের দাম জানিয়ে দিয়েছে। এই ফোনটি 10,999টাকায় ভারতে এসেছে। এই ফোনটি আজ থেকে নোকিয়া ডট কম আর ফ্লিপকার্টে প্রি-অর্ডার করা যাবে। আর এই ফোনটি 1 অক্টোবড় থেকে ফ্লিপকার্ট আর নোকিয়া ডট কম থেকে কেনা যাবে।
এই ফোনের গ্লাস ব্যাক দেওয়া হয়েছে। আর এটি গ্লসি মিডনাইট ব্লাক কালারে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি এয়ারটেল গ্রাহকরা এই ফোনটি 1,800 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকে কিনতে পারবেন। আর এই ফোনটির ক্যাশব্যাকের সঙ্গে 240GB ডাটাও পাওয়া যাবে। আর এই ফোনটি 12 মাসের জন্য 199, 249, আর 448 টাকায় কেনা যাবে।
Nokia 5.1 Plus স্মার্টফোনটির স্পেসিফিকেশান
এই Nokia 5.1 Plus স্মার্টফোনটি একটি 5.85 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত ফোন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এর স্ক্রিন টু বডি রেশিও 84পারসেন্ট। আর এই ফোনে একটি নচ দেওয়া হয়েছে। ফোনটিতে মিডিয়াটেকের হেলিও P60 চিপসেট আছে। আর এর র্যাম 3Gb আর স্টোরেজ 32GB। আর এই ফোনটির স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যে 13MP+5MP র আর ফ্রন্টে এই ফোনে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
এই Nokai 5.1 প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামে চলে আর আর ফোনটি সময়ে সময়ে অপারেটিং সিস্টেমের আপডেট পাবে বলেই মনে হয়। আর এই ফোনটি যথা সময়ে অ্যান্ড্রয়েড 9 পাই য়ের আপডেট পাবে বলে কোম্পানি জানিয়েছে। আর এই ফোনে একটি 3060mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।