Nokia 5 কাল থেকে ভারতে প্রি-অর্ডার করা যাবে

Updated on 06-Jul-2017
HIGHLIGHTS

ভারতে Nokia 5 এর দাম Rs. 12,899 রাখা হয়েছে

HMD গ্লোবাল গত মাসে ভারতে তাদের স্মার্টফোন Nokia 5 লঞ্চ করেছিল। এবার কাল থেকে Nokia 5 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাবে। ভারতে Nokia 5 অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম Rs. 12,899 রাখা হয়েছে। Nokia 5 অফলাইন চ্যানেলে প্রি-অর্ডার করা যাবে।

Nokia 5 অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। নোকিয়া 5 ফোনটিতে 5.2 ইঞ্চির কমপ্যাক্ট HD ডিসপ্লে আছে। এই ফোনে একটি 2GB’র র‍্যাম দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAH ক্ষমতাসম্পন্ন।

নোকিয়া 5 ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যাকে 128GB অব্দি বাড়ানো যায়। এছাড়া নোকিয়ার এই ফোনের মাধ্যমে ইউজার্সরা গুগল ড্রাইভের মাধ্যমে আনলিমিটেড স্টোরেজের অপশান পাবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নোউগাট ভার্শান আছে। এই ফোনটি টেম্পার্ড ব্লু, সিলভার, মেটাল ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

সোর্সঃ 

Connect On :