digit zero1 awards

Nokia 5 স্মার্টফোনটি আজ রাত থেকে বিক্রি হবে

Nokia 5 স্মার্টফোনটি আজ রাত থেকে বিক্রি হবে
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 3GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি এক্সপেন্ড করা যাবে

Nokia 5 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি আজকে রাত ১২টায় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে বিক্রি হবে। ফ্লিপকার্ট থেকে এই ফোনটি Rs.13,499 তে কেনা যাবে। এই স্মার্টফোনটিতে 3GB র‍্যাম আর অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

Nokia 5 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে অ্যালুমিনিয়াম ইউনিবডি দেওয়া হয়েছে। এটি 5.2-ইঞ্চির পোলারাইজড HD ডিসপ্লে যুক্ত। আর এতে গোরিলা গ্লাসের প্রোটেকশান দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।

এই স্মার্টফোনটিতে 3GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে    128GB অব্দি এক্সপেন্ড করা যাবে।

এই ফোনটিতে 13MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 3000mAh ব্যাটারি যুক্ত। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 64-বিট প্রসেসার দেওয়া হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo