Nokia 5 ফোনটির দাম 34% কমে এবার এটি 9,999 টাকায় পাওয়া যাচ্ছে
Nokia 5 স্মার্টফোনটি বছর খানেক আগে লঞ্চ হয়েছিল আর এবার এই স্মার্টফোনের আপগ্রেটেড ভার্সান nokia 5.1 আর Nokia 5.1 Plus লঞ্চ হয়ে গেছে। আর এবার এই Nokia 5 ফোনটির দাম অনেকটাই কমে গেছে।
এই স্মার্টফোনটির দাম 34% কমে গেছে। আর এটি এবার 12,499 টাকার বদলে 9,999 টাকায় এসেছে। আর এই ফোনটি Asus Zenfone Max Pro M1 আর Xiaomi Redmi 5 কে প্রতিযোগিতা দেবে। আর এই ফোনটির এই অফার শুধু Nokia 5 য়ের টেম্পার্ড ব্লু ভেরিয়েন্টে এসেছে।
আর এই 34% ডিস্কাউন্টের পড় ঈই ফোনটি এবার ফ্লিপকারট বেশ কিছু ক্রেডিট কার্ডের সঙ্গে অফার দিচ্ছে। এই ফোনটি HDFC আর HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI তে কেনা যাবে। আর এই ফোনটি এর মাধ্যমে 5% ডিস্কাউন্টে পাওয়া যাবে। আর এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের বাজ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 56% ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এতি ফ্লিপকার্টে এক্সচেঞ্জে 9,300 টাকায় কেনা যাবে।
আর এই Nokia 5 ফোনতি গত বছর লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি তে 5.2 ইঞ্চির IPS HD ডিসপ্লে আছে আর এটি কর্নিং গ্লাস যুক্ত। আর এই ফোনে 13MP র ক্যামেরা আছে আর এর সামের ক্যামেরা 8Mp র। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 মোবাইল প্ল্যাটফর্ম যুক্ত আর এই ফোনটি 16Gb ইন্টারনাল স্টোরেজ যুক্ত আর এতে কার্ড স্লট আছে যার মাধ্যেম এর স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এর ব্যাটারি 3,000mAHয়ের।