Nokia 5 পেল FCC র সার্টিফিকেট

Nokia 5 পেল FCC র সার্টিফিকেট
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি সবার আগে MWC 2017 তে সামনে আনা হয়েছিল

Nokia 5 স্মার্টফোন FCCর  সার্টিফিকেট অ্যাপ্রুভাল পেল. MWC এ Nokia তাদের নোকিয়া 3, নোকিয়া 5 আর নোকিয়া 3310 সামনে এনেছিল. এর পর থেকেই খবর পাওয়া যাচ্ছে যে এই ফোন গুলি তারাতারি লঞ্চ করা হবে. যদিও এই ফোন গুলি  কবে নাগাদ লঞ্চ করা হবে তা নিয়েHMD গ্লোবালের তরফে আর কোন খবর পাওয়া যায়নি.

Nokia 5 এ স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে. সেখানে Nokia 5 এ 13 MPর রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ আর ফেস ডিটেকশন অটোফোকাস এর সঙ্গে আছে. এতে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে. নোকিয়া 5 এ 3000mAh ব্যাটারি আছে. নোকিয়া 5 এর দাম প্রায় Rs.14,000.

নোকিয়া 3 এর ফিচার্সের দিকে তাকালে দেখা যাবে যে এতে 5.2 ইঞ্চি HD ডিসপ্লে,2GB র্যাম আর 16GB স্টোরেজ দেওয়া হয়েছে. নোকিয়া 3 এ স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার আছে. নোকিয়া 3 এ 8MP ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা আছে. নোকিয়া 3 এ 2650mAh ব্যাটারি দেওয়া হয়েছে. নোকিয়া 3 এর দাম প্রায় Rs.10,000.

HMD গ্লোবাল MWC 2017 তে তাদের পুরনো ফিচার ফোন 3310 কে নতুন রূপে সামনে এনেছিল. এতে 22 দিনের টকটাইম পাওয়া যাবে আর সঙ্গে থাকছে কালার ডিসপ্লে. এটি রেড, ইয়েলো, ব্লু আর গ্রে রঙে পাওয়া যাবে. নোকিয়া 3310 এবার আরও বেশি রঙিন হয়েছে আর এটি কালার ডিসপ্লের সঙ্গে নতুন ডিজাইনের সঙ্গে আসছে. এতে 2.4 ইঞ্চির কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে. এটি 2G কলিং সাপোর্ট করে এর UI ও একদম নতুন.

নোকিয়া দাবি করেছে যে নোকিয়া 3310 একমাসের স্ট্যান্ড বাই টাইম দেব আর ২২ ঘন্টার টকটাইমও দেবে. এই ফোনে FM রেডিও দেওয়া হয়েছে আর এতে 32GB মাইক্রো SD কর্ড ও আছে. নোকিয়া 3310 তে 2MPর রেয়ার ক্যামেরা সিঙ্গল LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে যদিও এখনও অব্দি এর দামের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি.

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo