Nokia 5 আর Nokia 6 আগস্ট মাসে ভারতে লঞ্চ হবেঃ রিপোর্ট

Updated on 12-Jul-2017
HIGHLIGHTS

Nokia 6 স্মার্টফোনটি প্রথম ফ্ল্যাশ সেল 15 আগস্ট অ্যামাজন ইন্ডিয়াতে হবে

HMD গ্লোবাল এই খবরটির সত্যতা স্বীকার করেছে যে Nokia 5 আর Nokia 6 অ্যান্ড্রয়েড স্মার্টফোন দুটি আগস্ট মাসের মাঝামাঝি সময় ভারতে সেলের জন্য পাওয়া যাবে। HMD গ্লোবাল লঞ্চের সময় জানিয়েছিল যে Nokia 5 জুলাই মাসের প্রথম সপ্তাহে সেলের জন্য পাওয়া যাবে, সেখানে Nokia 6, 14 জুলাই থেকে সেলের জন্য পাওয়া যাবে।

HMD গ্লোবাল জানিয়েছে যে এই ফোনদুটি সেলের জন্য দেরিতে আসার কারন যে Nokia 3 খুব ভাল রেসপন্স পেয়েছে। Nokia 3 এর সেল 16 জুন থেকে ভারতে অফলাইন রিটেল চ্যানেলে শুরু হয়েছে।

Nokia 5 অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ফিচার্স কেমন তা একবার দেখা যাক। নোকিয়া 5 এ 5.2 ইঞ্চির কমপ্যাক্ট HD ডিসপ্লে যুক্ত। এই ফোনে 2GB র‍্যাম দেওয়া হয়েছে আর এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAH এর।

নোকিয়া 5 এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র যাকে 128GB অব্দি বাড়ানো সম্ভব। এছাড়া নোকিয়ার এই নতুন ফোনের মাধ্যমে ইউজার্সরা গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজের ব্যবহার করতে পারবে। এই ফোনে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট ভার্শন আছে। 

আরও ভাল ডিলস এখানে দেখুন  

Connect On :