Home » News » Mobile Phones » Nokia 4 স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসারের সঙ্গে MWC 2018 তে লঞ্চ হবেঃ রিপোর্ট
Nokia 4 স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসারের সঙ্গে MWC 2018 তে লঞ্চ হবেঃ রিপোর্ট
By
Aparajita Maitra |
Updated on 19-Feb-2018
HIGHLIGHTS
সাম্প্রতিক খবর যদি সত্যি বলে মেনে নেওয়া হয় তবে কোম্পানি খুব তাড়াতাড়ি Nokia 1, Nokia 7 Plus আর Nokia 8 Sirocco লঞ্চ করবে
HMD গ্লোবাল এবার তাদের এই বছরের লাইনআপকে MWC 2018 এর সময় লঞ্চ করার জনয় তৈরি। এবার একটি সাম্প্রতিক রিপোর্ট সত্যি হলে কোম্পানি খুব তাড়াতাড়ি Nokia 1, Nokia 7 Plus और Nokia 8 Sirocco লঞ্চ করবে। আজকে এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
তবে NokiaPowerUser এর একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি MWC এর সময় Nokia 4 ফোনটিও নিয়ে আসতে পারে। Nokia 4 এর বিষয়ে apk ডিসডাউনের মাধ্যমে কিছু খবর সামনে এসেছিল।
রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি Nokia 3 ফোনটি এবার বন্ধ করে দিতে পারে আর এর জায়গায় Nokia 4 ফোনটি আসতে পারে। তবে এখনও অব্দি Nokia 4 ফোনটির স্পেক্সের বিষয়ে অন্য কোন খবর পাওয়া যায়নি। কিন্তু এটা জানা গেছে যে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার থাকতে পারে।