Nokia 3310 এবার সমস্ত মোবাইলের দোকানে কিনতে পাওয়া যাচ্ছেঃ HMD গ্লোবাল

Nokia 3310 এবার সমস্ত মোবাইলের দোকানে কিনতে পাওয়া যাচ্ছেঃ HMD গ্লোবাল
HIGHLIGHTS

অতিরিক্ত চাহিদার জন্য এই ফিচারফোনটি আউট অফ স্টক হয়ে গেছে

Nokia’র ফিচার ফোন Nokia 3310 কে মে মাসের মাঝা মাঝি সময় করে লঞ্চ করা হয়েছিল। এর পরে ভারতে এই ফোনটির চাহিদা অনেক বেড়ে যায়। অতিরিক্ত ডিমান্ডের জন্য এই ফিচারফোনটি খুব তাড়াতাড়ি আউট অফ স্টকও হয়ে গেছে।

এর পরে সোশাল মিডিয়াতে সবাই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে। এর পরে HMD গ্লোবাল কনফার্ম করেছে যে Nokia 3310  সমস্ত লিডিং রিটেলার স্টোরে পাওয়া যাচ্ছে।

আরও দেখুনঃ Sony Xperia XZs এর সম্পর্কে এই ভিডিওটিতে ডিটেলসে জানুন 

Nokia 3310’র ফিচার্সের দিকে যদি তাকানো হয় তবে দেখা যাবে যে এতে 2.4 –ইঞ্চির QVGA এ স্ক্রিন আছে। এই ডিভাইসে 16MB’র ইন্টারনাল স্টোরেজ আছে যাকে 32GB অব্দি এক্সপেন্ড করা যায়। Nokia 3310  তে 1200mAh এর ব্যাটারি আছে যা 22.1  অব্দি টকটাইম দেয় আর এটি 31 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়।

এছাড়া এই ডিভাইসটি 51 ঘন্টার MP3 প্লেব্যাক আর 39 ঘন্টার এফএম রেডিও প্লেব্যাক দেয়। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে মাইক্রো ইউএসবি 2.0, ব্লুটুথ 3.0  আর 3.5mm অডিও জ্যাক আছে। এছাড়া এই ডিভাইসটি 2G নেটওয়ার্ক সাপোর্ট করে।

আরও দেখুনঃ Apple iPhone 8 এর এই ফিচারটি লিক হল

আরও দেখুনঃ Oppo F3 Black Edition 4 জুন লঞ্চ হবে

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo