Nokia 3310 (2017) এবার একটি নতুন রিটেল বক্সে পাওয়া যাচ্ছে

Nokia 3310 (2017) এবার একটি নতুন রিটেল বক্সে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

নতুন রিটেল বক্সটি ট্র্যান্সপারেন্ট আর এতে Nokia 3310 (2017) পরিষ্কার ভাবে দেখা যায়

Nokia 3310 (2017) সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল আর লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই এটি বাজারে সেলের জন্য পাওয়া শুরু হয়ে গেছিল। এবার কোম্পানি Nokia 3310 (2017)’র সঙ্গে একটি রিটেল বক্স নিয়ে এসেছে। এই বক্সটির স্পেশালিটি এই যে এটি ট্র্যান্সপারেন্ট আর এতে Nokia 3310 (2017) পরিষ্কার ভাবে দেখা যায়।

Nokia 3310’র ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 2.4 ইঞ্চির QVGA স্ক্রিন আছে। এছাড়া এই ডিভাইসে 16MB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা 32GB অব্দি বাড়ানো যায়। Nokia 3310তে 1200mAh এর ব্যাতারি আছে যা 22.1 ঘন্টার টক টাইম দেয় আর এই ফোনটির স্ট্যান্ডবাই টাইম 31 দিনের।

এছাড়া এই ফোনটি 51 ঘন্টার MP3 প্লেব্যাক আর 39 ঘন্টার এফএম রেডিও প্লে ব্যাক দেয়। এই ফোনে কানেক্টিভিটির জন্য মাইক্রো ইউএসবি 2.0, ব্লুটুথ 3.0 আর 3.5mm অডিও জ্যাক আছে। এছাড়া এই ফোনটি 2G নেটওয়ার্ক সাপোর্ট করে।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo