এই ডিভাইসে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে যাকে 32GB অব্দি এক্সপেন্ড করা যাবে
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সব থেকে বেশি আলোচনা হয়েছিল যে ফোনটিকে নিয়ে তা হল Nokia 3310. এবার এই ফোনটি প্রি-অর্ডার করা যাবে. এই ফিচার ফোনটির রিলিজ ডেট 28 এপ্রিল বলা হয়েছে.
কোম্পানি তাদের এই ফিচার ফোনটি 120টি বাজারে লঞ্চ করবে. ভারতে এই ফোনটির লঞ্চিং আগামী সপ্তাহে হতে পারে. আপনাদের বলে রাখি যে Nokia 3310 চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে.
এই ফিচার ফোনটি ওয়ার্ম রেড, ডার্ক ব্লু, ইয়েলো, গ্রে কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে. এই ডিভাইসে 2.4 ইঞ্চির QVGA স্ক্রিন আছে. এছাড়া এই ডিভাইসে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে যাকে 32GB অব্দি এক্সপেন্ড করা যাবে.
এছাড়া এই ডিভাইসে 1200mAh ব্যাটারি আছে যা 22.1 ঘন্টার টকটাইম দেয় আর এই ডিভাইসটি 31 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়. এছাড়া এই ডিভাইসটি 51 ঘন্টার MP3 প্লেব্যাক আর 39 ঘন্টার এফএম রেডিও প্লে ব্যাক দেয়.
কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রো ইউএসবি 2.0, ব্লুটুথ 3.0 আর 3.5 mm অডিও জ্যাক আছে. এছাড়া এই ডিভাইসে 2G নেটওয়ার্ক কানেক্টিভিটিও পাওয়া যাবে.