Nokia 3310 সবার আগে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সামনে আনা হয়েছিল
Nokia 3310 কে একটি ভারতীয় রিটেলার ওয়েবসাইটে ওনলিমোবাইলে লিস্ট করা হয়েছে. এখানে এর দামের কথাও বলা হয়েছে. এই লিস্টিং অনুসারে, Nokia 3310র ভারতে দাম Rs.3,899 হবে.
বলে রাখি যে, কোম্পানি নিজেদের ফিচার ফোন 120 বাজারে লঞ্চ করে দিয়েছে. সম্প্রতি খবর পাওয়া গেছে যে, ভারতে এই ফোনের লঞ্চিং আগামী সপ্তাহের মধ্যে হতে পারে. Nokia 3310 চারটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে. এই ফিচার ফোনটি ওয়ার্ম রেড, ডার্ক ব্লু, ইয়েলো, গ্রে কালার ভেরিয়ান্টে পাওয়া যাবে. এই ডিভাইসে 2.4 ইঞ্চির QVGA স্ক্রিন আছে. এছাড়া এই ডিভাইসটিতে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে যাকে 32GB অব্দি এক্সপেন্ড করা যাবে.
Nokia 3310 তে 1200mAh ব্যাটারি আছে যা 22.1 ঘন্টার টকটাইম দেয় আর এই ডিভাইসটি 31 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়. এছাড়া এই ডিভাইসটি 51 ঘন্টার MP3 প্লেব্যাক আর 39 ঘন্টার এফএম রেডিও প্লেব্যাক দেয়. কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রো ইউএসবি 2.0, ব্লুটুথ 3.0 আর 3.5 mm কানেক্টিভিটিও আছে.