Nokia 3310 ভারতে লঞ্চ হল, এর দাম Rs.3310

Updated on 16-May-2017
HIGHLIGHTS

Nokia 3310 রিটেল স্টোরে 18ই মে থেকে সেলের জন্য পাওয়া যাবে

Nokia 3310 ভারতে ল্ন্হ হয়েগেছে. ভারতে Nokia 3310’র দাম Rs.3310 রাখা হয়েছে. এটি 18ই মে থেকে রিটেল স্টোরে সেলের জন্য পাওয়া যাবে. এই ফিচার ফোনটি ওয়ার্ম রেড, ডার্ক ব্লু, ইয়েলো, গ্রে রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে.

Nokia 3310’র ফিচার্স গুলি একবার দেখে নেওয়া যাক. এতে 2.4 ইঞ্চির QVGA স্ক্রিন থাকবে. এছাড়া এই ডিভাইসে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা 32GB অব্দি এক্সপেন্ড করা যেতে পারে.

আরো দেখুন: Xiaomi Redmi 4 আজ ভারতে লঞ্চ হতে পারে

Nokia 3310 তে 1200mAh এর ব্যাটারি আছে যা 22.1 ঘন্টার টকটাইম দেয় আর এই ডিভাইসটি 31 দিনের স্ট্যান্ডবাই টাইমও দেয়. এছাড়া এই ডিভাইসটি 51ঘন্টার MP3 প্লেব্যাক আর 39ঘন্টার এফএম রেডিও প্লে ব্যাক দেয়.

কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রো ইউএসবি 2.0, ব্লুটুথ 3.0 আর 3.5mm অডিও জ্যাক আছে. এছাড়া এই ডিভাইসটি 2G নেটওয়ার্কও সাপোর্ট করে.

আরো দেখুন: Samsung Z4 ভারতে লঞ্চ হল, এই স্মার্টফোনটি ফ্রন্ট ফ্ল্যাশ আর 4G VoLTE যুক্ত

আরো দেখুন: Oppo F3 এবার ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে

Connect On :