Nokia 3310 4G (TA-1077) এ দেখা গেছে

Updated on 03-Jan-2018
HIGHLIGHTS

Nokia 3310 4G ফোনটির দামের বিষয়ে এখনও অব্দি কিছু জানা যায়নি

Nokia TA-1077, সম্প্রতি চিনের প্রামান্যতা পেয়েছে আর আগে থেকেই এই ফোনটিকে Nokia 3310 4G বলা হচ্ছে। আর এবার Nokia TA-1077 কে TENAAতে দেখা গেছে। লিস্টিং এর ছবিতে ডিভাইসটি দেখানো হয়েছে। জার ফলে এই ফোনটি কেমন দেখতে আর এর ডিজাইন কেমন তা জানা গেছে।

লিস্টিং থেকে এই ডিভাইসটির বিষয়ে একটি বিশেষ খবর পাওয়া গেছে আর তা এই যে এই হ্যান্ডসেটটি Yun-OS দ্বারা চলবে, যা চিনের আলিবাবার একটি অ্যান্ড্রয়েড আধারিত অপারেটিং সিস্টেম। Nokia 3310 4G ডিভাইসটির দামের বিষয়ে এখনও অব্দি কোন খবর পাওয়া যায়নি, মানে এই ফোনটি কত দামে কিনতে পাওয়া যাবে তা জানা যায়নি।

এই ফোনটির বিষয়ে এখনও অব্দি এছাড়া আর কোন খবর পাওয়া যায়নি যেমন এই ফোনটি কবে থেকে পাওয়া যাবে বা কবে থেকে বিক্রি হবে। তবে আসা করা হচ্ছে যে এই Nokia 3310 4G ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে।

সোর্সঃ 

Connect On :