Nokia 3310 4G স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হল, এটি YunOS এ চলে

Nokia 3310 4G স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ হল, এটি YunOS এ চলে
HIGHLIGHTS

Nokia 3310 4G 256MB/512MB স্টোরেজ অফার করে, যা 64GB অব্দি এক্সপেন্ড করা যায়

HMD গ্লোবাল তাদের ওয়েবসাইটে Nokia 3310 ফোনটি লিস্ট করেছে। নামে থেকেই বোঝা যাচ্ছে যে এই নতুন ফোনটি Nokia 3310’র আপগ্রেটেড ভার্সান। এই নতুন ফোনটি 4G সাপোর্ট করা ছাড়া, YunOSএ চলে, যা অ্যান্ড্রয়েডের একটি ফোর্ক ভার্সান।এছাড়া এই নতুন ফোনটি 256MB/512MB স্টোরেজ অফার করে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 64GBঅব্দি বাড়ানো যাবে। যদি একটু ভাল করে দেখা হয় তবে দেখা যাবে যে Nokia 3310 নোকিয়া সিরিজটি 30+ OSএ চলে আর 16MB’র স্টোরেজ দেয়। যা 32GB অব্দি এক্সপেন্ড করা যায়। এগুলি হল অ্যামাজনের সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন

এছাড়া নতুন Nokia 3310 4G ফোনটির বেশিরভাগ স্পেসিফিকেশানই তার আগের ফোনের মতন। এই ফোনটিতে 240×320 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে 2.4ইঞ্চির QGA ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরাতে LED ফ্ল্যাশের সঙ্গে 2MP’র ক্যামেরা আছে। এই ফোনটির ব্যাটারি আগের ফোনটির মতনই 1200mAhএর।

নতুন এই ফোনটির ম্যাক্সিমাম স্ট্যান্ডবাই টাইম 15 দিনের বলা হয়েছে,আর এর আগের লঞ্চ হওয়া Nokia 3310 ফোনটির ম্যাক্সিমাম স্ট্যান্ডবাই টাইম 25.3দিনের। এই নতুন Nokia 3310 4G ফোনটির দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে আশা করা হচ্ছে যে MWCতে এই ফোনটির দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে বলা হবে।

একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে রিলায়েন্স জিও বান্ডেল অফারের ডাটা আর কলিং অফারের সঙ্গে এই ফোনটি লঞ্চ করতে পারে আর তার জন্য তারা, HMD গ্লোবালের সঙ্গে কথা বলছে। আর এর সঙ্গে HMD গ্লোবাল N-Gage আর E72 ফোনের আপগ্রেটেড ভার্সান তৈরি করার চেষ্টা করছে। এই দুটি ডিভাইসই 4G সাপোর্ট আর আপগ্রেটেড স্পেসিফিকেশান যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo