Nokia 3310’র 3G ভেরিয়েন্ট নতুন কালারে লঞ্চ হল
এই নতুন ভেরিয়েন্ট নতুন UI এর সঙ্গে 3G কানেক্টিভিটি অফার করে, ইউজার্সরা এবার নতুন কালার থিম বাছতে পারবেন আর কোম্পানি বলেছে যে এই 3G ভেরিয়েন্টটি ভলিউমে 2G ভার্সানের থেকে মাত্র 13.29 শতাংস বড়, এখনও অব্দি ভারতে এই ফোনের লঞ্চের বিষয়ে কিছু জানা যায়নি
HMD Global, Nokia 3310 ফিচার ফোনের 3G ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানি এই বছর ভারতে মে মাসে লঞ্চ করেছিল। লঞ্চের সময় এর দাম Rs 3,310 ছিল এটি 2G কানেকটিভিটি সাপোর্ট করত। HMD Global এর চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas এই ফোনের ছবি টুইটারে দিয়েছিল।
In February you asked for it. We got to work @nokiamobile and here it is. Iconic #nokia3310 now in 3G! https://t.co/2jJysyUwHh pic.twitter.com/CUdU4Zhzfp
— Juho Sarvikas (@sarvikas) September 28, 2017
এই ডিভাইসটির 3G ভেরিয়েন্টের দাম 69 Euros (Rs 5,322 প্রায়) আর এই ফোনটি অক্টোবরের মাঝামাঝি পাওয়া যাবে। এখনও অব্দি ভারতে এই ফোনটির লঞ্চের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
Nokia 3310 নতুন এঞ্জিওর আর চারকোল কালারে লঞ্চ করা হয়েছে, এখন এটি ওয়ার্ম রেড, ইয়েলো, ডার্ক ব্লু আর গ্রে কালার অপশানে পাওয়া যায়। এই 3G ভেরিয়েন্টটির কিপ্যাড বটন আর কাস্টমাইজেবাল রেট্রো UI এর মাঝে বেশি স্পেস অফার করে যার ফ্লে ইউজার্স তাদের দরকার অনুসারে নতুন থিম আর আইকন বাছতে পারবেন।
নতুন Nokia 3310 ফোনটিতে 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে আছে আর এটি ফিচার OS এ চলে। এর ইন্টারনাল স্টোরেজকে 32MB থেকে বাড়িয়ে 64MB করা হয়েছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। Nokia 3310 ফোনে 1200mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর HMD দাবি করেছে যে এই ফোনে 25 দিনের স্ট্যান্ডবাই টাইম আর 22 ঘন্টার টকটাইম অফার করে। এর মেজারমেন্ট 115.6 x 51.0 x 12.8mm আর এর ব্যাতারির সঙ্গে এর ওজন 80 গ্রাম।
Nokia 3310 ফোনটিতে 2MP’র রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। এই LED ফ্ল্যাশটি LED টর্চলাইটের কাজও করে। এটি 39 ঘন্টার FM রেডিও প্লেব্যাকের সঙ্গে 51 ঘন্টা অব্দি MP3 প্লেব্যাক অফার করে।