25 বছর পরে নতুন রুপে ফিরল Nokia এর জনপ্রিয় ফোন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ আর কী রয়েছে বিশেষ?

25 বছর পরে নতুন রুপে ফিরল Nokia এর জনপ্রিয় ফোন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ আর কী রয়েছে বিশেষ?
HIGHLIGHTS

Nokia 3210 (2024) আইকনিক ফিচার ফোন আবারও 25 বছর পর ফিরে এসেছে

এই জনপ্রিয় ফিচার ফোনের আপগ্রেড ভার্সন খুব আকর্ষণীয় রঙে লঞ্চ করা হয়েছে

নতুন ভার্সনটি নতুন ডিজাইন এবং আপডেট স্পেসিফিকেশন সহ আসে

Nokia 3210 (2024) আইকনিক ফিচার ফোন আবারও 25 বছর পর ফিরে এসেছে। HMD Global এর এই জনপ্রিয় ফিচার ফোনের আপগ্রেড ভার্সন খুব আকর্ষণীয় রঙে লঞ্চ করা হয়েছে। HMD Global সম্প্রতি নিশ্চিত করেছিল যে কোম্পানি এই ফোনটি আবারও আনতে চলেছে। নতুন ভার্সনটি নতুন ডিজাইন এবং আপডেট স্পেসিফিকেশন সহ আসে। আসুন জেনে নেওয়া যাক কত দামে এবং কী স্পেসিফিকেশন দেওয়া এতে।

Nokia 3210 (2024) ফোনের দাম কত

নোকিয়া ৩২১০ (২০২৪) মডেলটি ইউরোপের বাজারে EUR 89 দামে আনা হয়েছে। ভারতীয় দাম হিসেবে এই ফোনটি মাত্র 7,990 টাকায় কেনা যাবে। ফোনটি Grunge Black, Y2K Gold, Subba Blue কালার অপশনে আনা হয়েছে।

আরও পড়ুন: Price Cut: 10,000 টাকা সস্তা হল OnePlus 11R 5G স্মার্টফোন, 100W ফাস্ট চার্জিং সহ ট্রিপল রিয়ার ক্যামেরা

কোম্পানি এই ফোনটি জার্মানি, স্পেন এবং যুক্তরাজ্য লঞ্চ করা হয়েছে। ফোনটি শীঘ্রই মিডিল ইস্ট, আফ্রিকা এবং ভারতের মতো বাজারে লঞ্চ করা হবে।

Nokia 3210 (2024) comeback after 25 years
নোকিয়া ৩২১০ (২০২৪) আইকনিক ফিচার ফোন আবারও 25 বছর পর ফিরে এসেছে

নোকিয়া 3210 (2024) স্পেসিফিকেশন

এইচএমডি কোম্পানির নতুন নোকিয়া ফোনে 2.4 ইঞ্চির TFT LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে QVGA রেজোলিউশনপ পাওয়া যাবে।

প্রসেসিংয়ের জন্য এতে Unisoc T107 চিপসেট রয়েছে। ফোনটি S30+ সিস্টেমে কাজ করে।

RAM এবং স্টোরেজ হিসেবে নোকিয়া ৩২১০ (২০২৪) মডেলে 64MB RAM এবং 128MB স্টোরেজ দেওয়া হয়েছে। এটি মাইক্রোএসডি কার্ড দিয়ে 32GB পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনে রিয়ারে 2MP মেইন সেন্সর পাওয়া যাবে। এর সাথে থাকছে LED ফ্ল্যাশ।

পাওয়ার দিতে ফোনে 1,450mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির মতে, এটি 9.8 ঘন্টা টকটাইম দিতে পারে। ফোনে চার্জিংয়ের জন্য একটি USB Type-C পোর্ট রয়েছে।

কানেক্টিভিটির জন্য, ফোনে ব্লুটুথ 5.0 সাপোর্ট দেওয়া। এতে একটি 3.5mm হেডফোন জ্যাকও রয়েছে। এছাড়া ক্লাসিক স্নেক গেমটিও এতে যোগ করা হয়েছে। ফোনটিতে FM রেডিও, MP3 প্লেয়ার সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: Vivo X100 Ultra, X100s, X100s Pro price: 200MP ক্যামেরার ভিভো এক্স১০০ আল্ট্রা সহ দুটি ফোনের দাম ফাঁস, জানুন কবে হবে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo