দাম কমল NOKIA 3.2 আর NOKIA 4.2 র, দাম শুরু হচ্ছে 8,490 টাকা থেকে

Updated on 18-Jun-2019
HIGHLIGHTS

Nokia 3.2 র প্রাথমিক দাম 8,490 টাকা হয়েছে

Nokia 4.2 র দাম ও কমেছে

অ্যামাজন ইন্ডিয়া আর নোকিয়ার সাইটে পাওয়া যাচ্ছে

HMD গ্লোবাল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে 2019 সালে তাদের দুটি স্মার্টফোন Nokia 3.2 আর Nokia 4.2  এনেছিল। আর ই ফোন দুটি এর পড়ে ভারতে এসেছে আর এদের দামও এর পড়ে কমে, আর এখন Nokia 3.2 ফোনটি 8,490 টাকায় আর নোকিয়া 4.2 ফোনটি 9,690 টাকায় কেনা যাবে। আর এই ফোন অ্যামাজন ইন্ডিয়া আর নোকিয়ায়র ওয়েবসাইট থেকে কেনা যাবে।

Nokia 3.2 ফোনটি 2GB র‍্যামের দাম 10,199 টাকার বদলে এবার 8,490 টাকায় কেনা যাবে। আর এই ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 12,399 টাকার বদলে 10,290 টাকা হয়েছে।

আর এই ফোনের দাম অ্যামাজন ইন্ডিয়াতে আরও কম দেখা গেছে। এখানে Nokia 3.2 ফোনটি আপনারা 2GB ভেরিয়েন্টে 8,150 টাকায় আর 3GB র‍্যাম ভেরিয়েন্টটি আপনারা 9,410 টাকায় কিনতে পারবেন।

আর সেখানে Nokia 4.2 র দাম 3GB র‍্যামের 10,490 টাকা আর অ্যামাজন ইন্ডিয়াতে 9,690 টাকা করা হয়েছে।

Nokia 3.2 ফোনের স্পেসিফিকেশান

এই নোকিয়ায় ফোনটি আপনারা 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লের  সঙ্গে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9 করা হয়েছে। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে।

ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমে চলে। ফোনে দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে। 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :