Nokia 3.1 Plus ফোনটির দাম 1,500 টাকা কমে গেল
নোকিয়ার Nokia 3.1 Plus ফোনটি অ্যামাজন ফ্লিপকার্ট আর নোকিয়ার অনলাইন স্টোরে পাওয়া যায়, এই ফোন টির দাম কমে এবার 9,999 টাকা হয়েছে
বৈশিষ্ট্য
- ফ্লিপকার্ট, অ্যামাজন আর নোকিয়া অনলাইন স্টোরে এই ফোনটি পাওয়া যায়
- Nokia 3.1 Plus ফোনটির দাম 9,999 টাকা
- এই ডিভাইসের দাম 1,500 টাকা কমেছে
HMD গ্লোবাল গত বছরের অক্টোবর মাসে Nokia 3.1 Plus ফোনটি অফলাইন রিটেল স্টোরেজ লঞ্চ করেছিল। আর এবার কোম্পানি তাদের Nokia 3.1 Plus ফোনটির দাম 1,500 টাকায় কমিয়েছে। আর স্মার্টফোনটি এবার 9,999 টাকায় পাওয়া যাচ্ছে আর এই ফোনটি 11,499 টাকায় লঞ্চ করা হয়েছিল
নোকিয়া অনলাইন স্টোরে Nokia 3.1 Plus ফোনটির দাম লিস্টেড করা হয়েছে। আর এখানে কোম্পানি তাদের এই ফোনটির দাম 1,500 টাকা কমিয়েছে। এই ফোনটি 6ইঞ্চির ডিসপ্লে যুক্ত যা 1280×720 পিক্সালের HD+ রেজিলিউশান অফার করে আর এর অ্যাসেপক্ট রেশিও 18:9।
নোকিয়ার এই ফোনটি 6 ইঞ্চির HD+IPS ডিসপ্লে 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P22 অক্টা কোর প্রসেসার আছে আর এছাড়া এই ফোনটি দুটি আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটিতে আপনারা 2GB র্যাম ভেরিয়েন্টের সঙ্গে 16GB ইন্টারনালস্টোরেজ পাবেন, আর এই ফোনে আপনারা 3GB র্যাম ভেরিয়েন্টের সঙ্গে 32GB স্টোরেজ অপশান পাবেন। আর এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনটি ডুয়াল সিম স্লট আর একটি এসডি কার্ড স্লট যুক্ত ফোন।
এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13+5 MP র ক্যামেরা আর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন। আর এই ফোনে আপনারা একটি 3,500mAh য়ের ব্যাটারি পাবেন।