Nokia 3.1 Plus ফোনটির দাম কমে এবার মাত্র 9,999 টাকা হল

Updated on 16-Jan-2019
HIGHLIGHTS

Nokia 3.1 Plus ফোনটি 11,499 টাকায় লঞ্চ করা হয়েছিল, আর এবার এই ফোনটির দাম কমে মাত্র 9,999 টাকায় পাওয়া যাচ্ছে

HMD Global তাদের Nokia 3.1 Plus ফোনটির দাম ভারতে কমিয়েছে। আপনাদের বলে রাখি যে এই স্মার্টফোনটির দাম এর আগে 11,499 টাকা ছিল আর এবার এর দাম কমে 9,999 টাকা হয়েছে। আর এই ফোনটির একটি ভার্সানই বাজারে ছিল আর এবার এটি আপনারা কম দামে পাবেন। আপনাদের বলে রাখি যে এই স্মার্টফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজে ভারতে লঞ্চ করা হয়েছিল। আর এছাড়া আপনাদের এও বলে রাখি যে নোকিয়ার এই ফোনটিতে Nokia 8110 4G র সঙ্গে ভারতে গত বছর অক্টোবর মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল।

নতুন দামের Nokia 3.1 Plus ফোনটি নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে দেকা গেছে। আর এছাড়া অ্যামাজন ইন্ডিয়া আর ফ্লিপকার্টেও এর নতুন দাম আপনারা দেখতে পারবেন। আর এর মানে এই ফোনটি অ্যামাজন ডট ইন আর ফ্লিপকার্টে কেনা যাবে।

আমরা যদি এই ফোনটির স্পেক্সের বিষয়ে কথা বলি তবে এই ফোনে আপনারা 6 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন। আর এই Nokia 3.1 Plus ফোনটিতে মিডিয়া টেক হেলিও P22 প্রসেসার আছে। আর এই ফোনে 3GB র‍্যামের সঙ্গে আপনারা 32GB স্টোরেজ পাবেন। আর এছাড়া এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

এই Nokia 3.1 Plus ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়্বেড 8.1 ওরিও পাবেন, আর এই ফোনে 3,500mAh য়ের ব্যাটারি আছে। আর আপনারা জানেন যে এটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস মানে এটি সময়ে সময়ে আপডেট পেতে থাকবে। আর এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপে 13MP+5MP র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।   

Connect On :