Nokia 3 এর জন্য খুব তাড়াতাড়ি Oreo বিটা ভার্শান পাওয়া যাবে

Nokia 3 এর জন্য খুব তাড়াতাড়ি Oreo বিটা ভার্শান পাওয়া যাবে
HIGHLIGHTS

Nokia 2 স্মার্টফোনটি সোজা অ্যানড্রয়েড 8.1 এর আপডেশান পাবে

HMD গ্লোবাল জানিয়েছে যে Nokia 3 স্মার্টফোনটির জন্য অ্যান্ড্রয়েড ওরিও বিটা খুব তাড়াতাড়ি আসবে। CPO জুহু সারবিক্স টুইটারে বলেছেন যে Nokia 3 স্মার্টফোনে বিটা যুক্ত প্রোগ্রাম খুব তাড়াতাড়ি আসবে।  অ্যামাজনে এই 32 GB ইন্টারনাল স্টোরেজের ফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

এই বিষয়ে একজন অফিসার জানিয়েছেন যে Nokia 2 স্মার্টফোনটি সোজা অ্যান্ড্রয়েড 8.1 এ আপডেটেড হবে। আশা করা হচ্ছে যে এই আপডেট থেকে স্মার্টফোনটিতে কিছু নতুন ফিচার্স দেখা যাবে।

সম্প্রতি Nokia 8 স্মার্টফোনটি Oreo 8.1 এর আপডেট পাওয়া শুরু করেছে। এছাড়া বেশির ভাগ নোকিয়া ব্র্যান্ডের HMD স্মার্টফোন আগেও ওরিওর আপডেট পেয়েছে।

Nokia 2 স্মার্টফোনটিতে মেমারি অপটিমাইজেশান ফিচার যুক্ত করার জন্য সোজা ওরিও 8.1 এর আপডেট পাবে, আর সেখানে Nokia 3 স্মার্টফোনটির জন্য বিটা ল্যাবসও তাড়াতাড়ি আসতে পারে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo