Nokia 3 আগস্ট মাসে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট পাবে

Nokia 3 আগস্ট মাসে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট পাবে
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড 7.1.1এর আপডেট পাওয়া পরে এই ফোনটিতে ‘অ্যাপ সর্টকার্ট’ নামের ফিচার পাবে

মাত্র কয়েকমাস আগে Nokia 3 ভারতে অ্যান্ড্রয়েড 7.0’র সঙ্গে এসেছিল। এর সঙ্গে Nokia 6 আর Nokia 5ও একসঙ্গে এসেছিল। এবার জানা গেছে যে Nokia 3 আগস্ট মাসের শেষ অব্দি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট পাবে। এই বিষয়ে কোম্পানির একজন অফিসার খবর দিয়েছে। মানে এই ফোনটি আপডেট পেতে এখনও একমাসের সময় লাগবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

অ্যান্ড্রয়েড 7.1.1 এর আপডেট পাওয়ার পরে এই ফোনটিতে ‘অ্যাপ শর্টকার্ট’ নামের ফিচার পাওয়া যাবে। কিবোর্ডের মাধ্যমে ইউজার ডায়রেক্ট GIFও পাঠাতে পারবে।

আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনটিতে 5ইঞ্চির ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাস যুক্ত। এই ফোনটি মিডিয়াটেক 6737 SoC তে কাজ করে। এই ফোনের র‍্যাম 2GB আর ইন্টারনাল স্টোরেজ 16GB’র। এই ডিভাইসের ব্যাটারি 2650mAH এর।

এই ফোনটির প্রাইমারি আর সেকেন্ডারি দুটি ক্যামেরাই 8 মেগাপিক্সালের। এই ফোনটি সিলভার হোয়াইট, মেটাল ব্ল্যাক, টেম্পার্ড ব্লু আর কপার হোয়াইট কালারে পাওয়া যায়। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 তে কাজ করে।  

সোর্সঃ  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo