এবার নোকিয়ার এই সস্তার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি এই কারনে আরও স্পেশাল হল

Updated on 11-Dec-2017
HIGHLIGHTS

এই আপডেটের সাইজ 345MB, এটি একটি সিকিউরিটি আপডেট যা ডিসেম্বর মাসের জন্য অ্যান্ড্রয়েড ফিক্সেজ পাওয়া যাচ্ছে

HMD গ্লোবাল তাদের স্মার্টফোন Nokia 3 স্মার্টফোনটির জন্য একটি নতুন আপডেট দিচ্ছে। এই আপডেটের সাইজ 345MB। এটি একটি সিকিউরিটি আপডেট যা ডিসেম্বর মাসের অ্যান্ড্রয়েড ফিক্সেজ নিয়ে আসবে। এটি HMD গ্লোবালের প্রথম নোকিয়া ব্র্যান্ডেড স্মার্টফোন হবে যা ডিসেম্বরের সিকিউরিটি পেজ পাচ্ছে।

 নোকিয়ার এই লো এন্ড ফোনটি এখন অ্যান্ড্রয়েড 7.1.1 এ কাজ করে। তবে কোম্পানি শুক্রবার বলেছে যে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.2 আপডেট পাবে। সম্প্রতি একটি রিপোর্ট এসেছিল যাতে বলা হয়েছিল যে এই ডিভাইসটি সোজা ওরিওর আপডেট পাবে।

Nokia 3 ফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাস কভার যুক্ত। এই ফোনটিতে মিডিয়াটেক 6737 SoC আছে। এই ফোনটির র‍্যাম 2GB আর ইন্টারনাল স্টোরেজ 16GB। এই ডিভাইসের ব্যাটারি 2650mAH। এই ফোনটিতে প্রাইমারি আর সেকেন্ডারি দুটি ক্যামেরাই 8 মেগাপিক্সালের।

সোর্সঃ

Connect On :