Nokia 3’র ওপর এবার 0% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে
Nokia 3’র প্রতিযোগিতা সাওমি রেডমি 4 এর সঙ্গে হবে
HMD গ্লোবাল গত মাসেই ভারতে তাদের স্মার্টফোন Nokia 3 নিয়ে এসেছিল। এই ফোনটি ভারতে অফলাইনে সেলের জন্য পাওয়া যায়। এবার HMD গ্লোবাল হোম ক্রেডিড ইণ্ডিয়ার সনেগ পার্টনারশিপ করেছে আর এবার তারা গ্রাহকদের 0% ইন্টারেস্টের সঙ্গে এই ফোনটি দিচ্ছে।
তবে এবার 0% ইন্টারেস্টে ইউজার্সদের 6টি EMI তে সব টাকা দিতে হবে। এই অফারে Rs. 2000’র ডাউন পেমেন্ট করতে হবে।
আপনাদের বলে রাখি যে, নোকিয়া 3 এর দাম Rs. 9,792। এইফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাসের প্রোটেকশন যুক্ত। এই ফোনটি মিডিয়াটেক 6737 SoC তে কাজ করে। এই ফোনে 2GB র্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এই ডিভাইসের ব্যাটারি 2650mAH এর।
এই ফোনটিতে প্রাইমারি আর সেকেন্ডারি দুটি ক্যামেরাই 8 মেগাপিক্সালের। এই ফোনটি সিলভার হোয়াইট, মেটাল ব্ল্যাক, টেম্পার্ড ব্লু আর কপার হোয়াইট কালারে পাওয়া যাবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 তে কাজ করে।