NOKIA 3.2 ভারতে লঞ্চ হল, প্রাথমিক দাম 8,990 টাকা

NOKIA 3.2 ভারতে লঞ্চ হল, প্রাথমিক দাম 8,990 টাকা
HIGHLIGHTS

ফোনটির প্রাথমিক দাম 8,990 টাকা

ফোনে 4000mAH য়ের ব্যাটারি আছে

23 মে ফোনটি প্রথম সেলে আসবে

MWC2019 র সময়ে HMD গ্লোবাল তাদের বেশ কিছু নোকিয়া স্মার্টফোন নিয়ে এসেছিল। আর কোম্পানির তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nokia 9 PureView এনেছে যা বিশ্বের প্রথম ফোন যা পেন্টা ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই সঙ্গে কোম্পানি Nokia 3.2, Nokia 4.2 আর Nokia 1 ফোন গুলিও এনেছিল।

সম্প্রতি কোম্পানি তাদের Nokia 4.2 ফোনটি ভারতে লঞ্চ করেছিল।। ফাইন গ্লাস ব্যাক ডিজাইন ছিল আর এই ফোনটি 10,990 টাকায় লঞ্চ করা হয়েছিল। আর HDM গ্লোবাল এবার ভারতে তাদের Nokia 3.2 ফোনটিও লঞ্চ করেছে। এই ফোনটি একটি এন্ট্রি বাজেট ফোন। এই ফোনে ডিউড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। Nokia 4.2 র মতন Nokia 3.2 ফোনেও ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স বটন দেওয়া হয়েছে।

NOKIA 3.2 ফোনটির স্পেসিফিকেশান

Nokia 3.2 ফোনটি আপনারা 6.26 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 আর এই ফোনের রেজিলিউশান 720 x 1520 পিক্সাল। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে।

এই ডিভাইসটি একটি এন্ট্রি লেভেল ডিভাইস আর এতে স্ন্যাপড্র্যাগন 429 আছে। আর যা অ্যাড্রিনো 504 GPU যুক্ত। ফোনে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ আছে আর এই সঙ্গে এই ফোনে আপনারা 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ অপশানও পাবেন। আর এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন আর ফোনে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের OS আছে।

এই নোকিয়া ফোনে 13MP র রেয়ার ক্যামেরা আছে আর ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনে 4,000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

NOKIA 3.2 র দাম

Nokia 3.2 ফোনটির 2GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 8,990 টাকা আর এই ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 10,790 টাকা। আর ফোনটি স্টীল আর ব্ল্যাক কালারে কেনা আজবে। আর এই ফোনটির সেল 23 মে শুরু হবে। এটি নোকিয়া সাইট থেকে কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo