Nokia এর নতুন ফোন লঞ্চ হল ভারতে, এই ফোনটি একটি ফ্লিপ ফোন, যার নাম হল Nokia 2660 Flip। নোকিয়ার সিরিজ 30+ অপারেটিং সিস্টেম দ্বারা এই ফোনটি চালিত হবে। এতে আছে 4G LTE কানেকটিভিটির সুবিধা। এছাড়া গ্রাহকরা এই ফোনে পাবেন 2.8 ইঞ্চির একটি প্রাইমারি ডিসপ্লে। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে QVGA রেজোলিউশন। এছাড়া যে আউটার বা সেকেন্ডারি ডিসপ্লে আছে সেখানে রয়েছে 1.77 ইঞ্চির একটি ডিসপ্লে, সেখানেও দেওয়া হয়েছে QQVGA রেজোলিউশন।
এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে Unisoc এর T107 SoC। নোকিয়া 2660 ফ্লিপ ফোনে গ্রাহকরা পাবেন 48 MB RAM এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ। তবে গ্রাহকরা চাইলে এসবি কার্ডের সাহায্যে এই ইন্টারনাল স্টোরেজ প্রায় 32 GB অবধি বাড়ানো যেতে পারে। এছাড়া এতে রয়েছে 0.3 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ। আপাতত তিনটি রঙে উপলব্ধ আছে এই ফোনটি।
Nokia 2660 Flip ফোনটির দাম ভারতে 4,699 টাকা। এই ফোনে রয়েছে 48 MB RAM এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ। নোকিয়ার ওয়েবসাইট থেকেই গ্রাহকরা এই ফোনটি কিনতে পারবেন। আপাতত তিনটি রঙে উপলব্ধ আছে এই ফোনটি। এই রঙগুলো হল কালো, লাল এবং নীল। যদিও এই ফোনটি প্রথমে জুলাই মাসে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু কোনও কারণবশত সেটা পিছিয়ে যায়। আগস্টের শুরুতে বেশ কিছু দেশে আত্ম প্রকাশ ঘটায় নোকিয়ার এই ফ্লিপ ফোন। তারপর ভারতে আসে এই ফোনটি।
এই ফোনটিতে গ্রাহকরা 4G সিম সমেত 24.9 দিনের স্ট্যান্ডবাই টাইম পাবেন। এছাড়া এতে মিলবে 6.5 ঘণ্টার টকটাইম। ফোনটিতে একটিবার ফুল চার্জ দিলেই এগুলো পেতে পারেন আপনারা। এই ফোনটির ওজন 123 গ্রাম। Unisoc T107 প্রসেসর রয়েছে Nokia 2660 Flip ফোনে। এর সঙ্গে যুক্ত করা আছে 48 MB RAM এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ। তবে গ্রাহকরা চাইলে এই স্টোরেজ 32 GB অবধি বাড়াতে পারবেন এসডি কার্ড ব্যবহার করে। রিয়ার প্যানেলে আছে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ।
এতে দুটো ডিসপ্লে আছে, প্রাইমারি ডিসপ্লে হল QVGA রেজোলিউশন সহ 2.8 ইঞ্চির এবং সেকেন্ডারি ডিসপ্লে হল QQGVGA রেজোলিউশন সহ 1.77 ইঞ্চির। ফোনটিতে আছে নোকিয়া সিরিজ 30+ অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার। এতে ডুয়াল সিম সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এই ফোনে গ্রাহকরা পাবেন ব্লুটুথ 4.2 সাপোর্ট সহ মাইক্রো USB 2.0 পোর্ট এবং 3.5mm এর একটি অডিও জ্যাক। এছাড়া রয়েছে একটি রিমুভেবল ব্যাটারি যাতে রয়েছে 2.75 W চার্জিং সাপোর্ট।