ফের নতুন দুটি রঙে বাজারে এল Nokia 2660 Flip, দেখুন দাম সহ ফিচার

Updated on 03-Jun-2023
HIGHLIGHTS

Nokia -এর তরফে বাজারে ফের নতুন করে আনা হল Nokia 2660

এই ফোনটি নতুন দুটি রঙে লঞ্চ করেছে, Lush Green এবং Pop Pink

এই ফোনে 1,450 mAh ব্যাটারি আছে

Nokia -এর তরফে Nokia 2660 Flip ফোনটি গত বছর, 2022 সালে লঞ্চ করা হয়েছিল। তখন এই ফোনটি তিনটি রঙে বাজারে এসেছিল। এখন HMD Global কোম্পানির তরফে ঠিক করা হয় যে এটিকে আবার রিলঞ্চ করা হবে তাও একদম নতুন দুটি রঙে। যদিও এই রিলঞ্চ হওয়া মডেলের সঙ্গে গত বছর লঞ্চ হওয়া মডেলের তেমন কোনও ফিচারগত পার্থক্য নেই। 

এই ফোন নতুন কোন দুই রঙে উপলব্ধ হল সহ এর দাম কত, কী কী ফিচার আছে আসুন দেখে নেওয়া যাক।

কোন কোন রঙে কেনা যাবে এই ফোন?

এর আগে গত বছর Nokia 2660 Flip ফোনটি তিনটি রঙে উপলব্ধ হয়েছিল। এই তিনটি রং হল কালো, নীল এবং লাল। এখন Nokia -এর তরফে আরও দুটি নতুন কালার ভ্যারিয়েন্ট আনা হল এই ফোনের। এই রঙ দুটি হল Lush Green এবং Pop Pink।

আরও পড়ুন: Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra ফোল্ডেবল ফোন লঞ্চ, 32MP সেলফি ক্যামেরা থাকছে ফোনে

দাম কত রাখা হয়েছে এই ফোনের?

Nokia 2660 Flip ফোনটি যখন 2022 সালে লঞ্চ করেছিল তখন সেটার দাম রাখা হয়েছিল 4,699 টাকা। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি যে এই ফোনের আগের দাম বহাল থাকবে নাকি নতুন কোনও দাম রাখা হবে। 

এই ফোনে কী কী ফিচার আছে?

1. এখানে গ্রাহকরা পাবেন 2.8 ইঞ্চির একটি QVGA প্রাইমারি ডিসপ্লে। অন্যদিকে সেকেন্ডারি ডিসপ্লে বা যেটাকে আমরা Flip ফোনের কভার বা বাইরের ডিসপ্লে বলে থাকি সেখানে থাকবে 1.77 ইঞ্চির। 

2. এই Nokia 2660 Flip ফোনটি পরিচালিত হয় Unisoc T107 প্রসেসরের সাহায্যে। 

আরও পড়ুন: ট্রিপল ক্যামেরা সহ Samsung 5G ফোনে মিলছে 7000 টাকার বাম্পার ছাড়, এই ডিল মিস করলে আর পাবেন না!

3. এখানে গ্রাহকরা পাবেন 48 MB RAM এবং 128 MB ইন্টারনাল স্টোরেজ যা এসডি কার্ডের সাহায্যে 32 GB পর্যন্ত বাড়ানো যাবে। 

4. এখানে 0.3 মেগাপিক্সেলের একটি VGA ক্যামেরা আছে। সঙ্গে মিলবে একটি LED ফ্ল্যাশ। 

5. এখানে গ্রাহকরা পাবেন 2.75W চার্জিং -এর সুবিধা সহ 1,450 mAh ব্যাটারি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :