digit zero1 awards

নোকিয়ার এই সব থেকে সস্তার এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি এবার এখানে সেলের জন্য পাওয়া যাচ্ছে

নোকিয়ার এই সব থেকে সস্তার এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি এবার এখানে সেলের জন্য পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

Nokia 2 স্মার্টফোনটি USতে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে, যা Amazon, B&H, আর Best Buy এর মাধ্যমে বুক করা যেতে পারে, এই স্মার্টফোনটির দাম প্রায় $99 হবে

অক্টোবর মাসের শেষে HMD Global এর এন্ট্রি লেভেল অ্যান্ড্রয়েড স্মার্টফোন Nokia 2  অফিসিয়ালি নিয়ে এসেছে। এটি একটি সস্তার ফোন। এই ফোনটি রাশিয়া আর দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যাচ্ছে আর এবার মনে হচ্ছে যে এই ফোনটির পরবর্তী ব্যাচ USতে নিয়ে আসা হয়েছে।  

Nokia 2 স্মার্টফোনটি USতে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে যা Amazon, B&H, আর Best Buy দিয়ে বুক করা যাচ্ছে। এই স্মার্টফোনটির দাম $99 হবে। আপনি আনলক ডিভাইস কিনলেও এটা অবশ্যই আপনাদের মনে রাখা দরকার যে এই ডিভাইসটি শুধু GSM বেস কেরিয়ার আর AT&T আর T-Mobile ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। এই ডিভাইসটি সিপ্রেন্ট বা বিরিজোনে কাজ করে না।  

Nokia 2 স্মার্টফোনটিতে 4,100 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসে 5 ইঞ্চির 720p ডিসপ্লে আছে। এই ডিভাইসের র‍্যাম 1GB আর স্টোরেজ 8GB। এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 212 চিপসেট যুক্ত। এর প্রাইমারী ক্যামেরা 8 MP’র আর এটি LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনটির সেলফি ক্যামেরা 5 MP’র।

তবে এখনও পর্যন্ত Nokia 2 স্মার্টফোনটির রিলিজ ডেটের খবর পাওয়া যায়নি। আশা করা হচ্ছে যে এই ফোনটি খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে।

সোর্সঃ  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo