NOKIA 2.3 ভারতে 8,199 টাকায় লঞ্চ হয়েছে

Updated on 19-Dec-2019
HIGHLIGHTS

ভারতে Nokia 2.3 8,199 টাকায় লঞ্চ হয়েছে

এই ফোনটিতে আছে 6.2 ইঞ্চির ডিসপ্লে

ফোনটি 27 ডিসেম্বর থেকে কেনা যাবে

সম্প্রতি নোকিয়া তাদের Nokia 2.3 ফোনটি লঞ্চ করেছিল আর এই ফোনটি এবার ভারতে এল। এই ফোনে আছে অ্যান্ড্রয়েড 9 য়ের সাপোর্ট আর ফোনে আছে একটি 6.2 ইঞ্চির ডিসপ্লে সঙ্গে গুগল অ্যাসিস্টেন্সের সাপোর্ট। আর এই ফোনটি 10 হাজার টাকার মধ্যে এসেছে। এই ফোনটি Realme 5, Redmi 8 য়ের দামের মধ্যে এসেছে আর এই নোকিয়া ফোনের সঙ্গে এই দুটি ফোনের করা টক্কর হবে  বলে মনে করা হচ্ছে।

Nokia 2.3 ফোনের স্পেসিফিকেশান

এই Nokia 2.3 ফোনে আপনারা পাবেন 6.2 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনের রেজিলিউশান 19:9। এই ফোনটিতে আছে 2Ghz য়ের কোয়াড কোর মিডিয়াটেক হেলিও A22 SoC আর এই ফোনে আপনারা 2GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে আপনারা পাবেন 512GB পর্যন্ত এক্সপেন্ডেবেল স্টোরেজ। ফোনটীতে আছে 3.5mm য়ের হেডফোন জ্যাক।

Nokia 2.3 র ক্যামেরা ডিটেলস

এবার যদি আমরা Nokia 2.3 ফোনের ক্যামেরা যদি আমরা দেখি তবে দেখতে পাব যে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা পাবেন 13MP র সেন্সার আর এই ফোনে আপনারা 2MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে HMD গ্লোবাল বলেছে যে তা 15টি ছবি আগে আর পরে তুলতে পারে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে এসেছে আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পেয়েছে।

Nokia 2.3 র দাম আর কবে থেকে পাওয়া যাবে

Nokia 2.3 ফোনের দাম 8,199 টাকা রাখা হয়েছে যা এই ফোনের 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে। আর এই ফোনটি ভারতে 27 ডিসেম্বর থেকে ফোনটি নোকিয়ার অনলাইন শপে আর ক্রোমা, রিলায়েন্স, স্নগিথ, প্রোভিকা আর বিগ C আর MyG র স্টোরে পাওয়া যাবে।

Connect On :