NOKIA 2.3 ফোনের ওপরে কাজ চলছে, একাধিক রঙে ফোন আসবে

NOKIA 2.3 ফোনের ওপরে কাজ চলছে, একাধিক রঙে ফোন আসবে
HIGHLIGHTS

এই ফোনটি TA-1206 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে

Nokia 2.3 ফোনটি তাড়াতাড়ি লঞ্চ হবে

Nokia 2.2 ফোনটি 2019 সালের জুন মাসে এন্ট্রি লেভেল ফোন হিসাবে লঞ্চ করা হয়েছিল আর এই ফোনটি হেলিও A22 কোয়াড কোর প্রসেসার ,5.71 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত আর এর টপে ওয়াটার ড্রপ নচ আছে। আর এবার HMD Global তাদের নতুন ফোন Nokia 2.3 নিয়ে কাজ করছে।

নোকিয়া পাওয়ার ইউসারের রিপোর্ট অনুসারে একজন ডিস্ট্রিবিউটারের ডাটাবেস থেকে জানা গেছে যে Nokia 2.3 স্মার্টফোনের ওপরে কাজ চলছে। আর ডিস্ট্রিবিউটারের ডাটাবেসে Nokia 7.2 য়ের সঙ্গে যুক্ত খবর জানা গেছে।

ডাটাবেস থেকে জানা গেছে যে Nokia 2.3 ফোনটি TA-1206 মডেল নাম্বারের সঙ্গে আর ডুয়াল সিম সাপোর্টের সঙ্গে দেখা গেছে। আর এর থেকে জানা গেছে যে এই ডিভাইসে স্ট্যান্ড, সিয়ান গ্রিন আর চারকোল কালারে লঞ্চ করা হবে।

Nokia 2.3 ফোনের মডেল নাম্বার TA-1206 এর আগে অনলাইনে দেখা গেছে। আর এই ডিভাইসের মডেল নাম্বার FCC তে দেখা গেছে আর অনুমান করা হচ্ছে যে Nokia 5.2 ফোন নামে এটি দেখা যাবে। আর Nokia 2.3 ফোনের বিষয়ে বেশি কিছু জানা জায়নি। Nokia 2.2 ফোনটি Nokia 2.1 য়ের তুলনায় বড় হবে।

Nokia 2.2 ফোনে আপনারা একটি 5.7 ইঞ্চির HD+ স্ক্রিন আর 19:9 অ্যাস্পেক্ট রেশিও পাবেন। আর এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে কোয়াডকোর MediaTek Helio A22 প্রসেসার দেওয়া হয়েছে আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে আর এটি নোকিয়া ইন বিল্ট ফিচারের সঙ্গে এসছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo