Nokia 150 Dual SIM ভারতে হল লঞ্চ দাম, Rs.1,950

Updated on 23-Mar-2017
HIGHLIGHTS

এই ফোনটিকে সবার আগে ডিসেম্বরে সামনে আনা হয়েছিল

Nokia 150 Dual SIM ফিচার ফোন, যা সবর আগে সামনে আনা হয়েছিল ডিসেম্বরে. এবার ভারতে সেলের জন্য পাওয়া যাচ্ছে. একে আমাজনে  ১৯৫০টাকা দামে কেনা যেতে পারে. যদিও এই নিয়ে কোনো অফিসিয়াল  ঘোষনা করা হয়নি. Nokia 150 সিঙ্গল সিমকে গত বছর নিয়ে আসা হয়েছিল, যদিও ভারতে এখন Nokia 150 Dual SIMর কথাই বলা হয়েছে.

Nokia 150 Dual SIM পলিকার্বনেট বডি দেওয়া হয়েছে. এটি স্ক্র্যাচ রেজিসটেন্স যুক্ত. Nokia 150 Dual SIM একটি ফিচার ফোন যাতে 2.4ইঞ্চির QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে.  এতে VGA রেজিলিউশন এর ক্যামেরা দেওয়া হয়েছে, যার সঙ্গে  LED ফ্ল্যাশ আছে.  এতে 1020mAhএর ব্যাটারিও আছে. এটি 25 দিন অব্দি স্ট্যান্ডবাই টাইম দেয়. এই নোকিয়া সিরিজ 30+ অপারেটিং সিস্টেমে কাজ করে. এতে 32GBর এক্সপেন্ডেবেল স্টোরেজ দেওয়া হয়েছে.

Nokia 150 Dual SIMএ গ্রাহকরা USB, 3.5mm AV কানেক্টার, ব্লুটুথ 3.0, FM রেডিও এবং MP3 প্লেয়ার আছে. এই ফোনে কিছু গেম আগে থেকে লোড করা অবস্থায় পাওয়া যাবে. এর ওজন 81.0 গ্রামের. 

 

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :