HMD গ্লোবালের তরফে একটা নয়, একসঙ্গে দুটো ফোন লঞ্চ করা হল। এই সদ্যই লকচ হওয়া ফোন দুটোর নাম হল Nokia 130 Music এবং Nokia 150। গ্রাহকরা যাঁরা এই ফোন কিনবেন তাঁরা এই ফোনে দুর্দান্ত স্পিকার সহ শক্তপোক্ত গঠন এবং লম্বা ব্যাটারি পেয়ে যাবেন রোজকার কাজের জন্য।
Nokia 130 Music এবং Nokia 150 ফোন দুটিই হল এন্ট্রি লেভেল ফোন। এই ফোন দুটোর দান 3,000 টাকার কম রাখা হয়েছে। সদ্য লঞ্চ হওয়া ডিভাইসগুলোর ফিচার দেখুন।
Nokia 130 Music এবং Nokia 150 ফিচার
1. Nokia 130 Music ফোনটিতে গ্রাহকরা পেয়ে যাবেন একদম শক্তিশালী একটি লাউড স্পিকার সহ MP3 প্লেয়ার।
2. এখানে 32 GB RAM আছে গান এবং মিডিয়া সেভ করে রাখার জন্য। মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে এই Nokia 130 Music।
Nokia 130 Music ফোনটি গ্রাহকরা তিনটি রঙে কিনতে পারবেন। এই রংগুলো হল ডার্ক ব্লু, পার্পল এবং লাইট গোল্ড। এটা গ্রাহকরা ভারতে সমস্ত রিটেল স্টোর এবং নোকিয়ার অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন। এই ফোনের ডার্ক ব্লু এবং পার্পল মডেলের দাম পড়বে 1,849 টাকা আর 1,949 টাকায় কেনা যাবে লাইট গোল্ড মডেল।
Nokia 150 ফোনটিও তিনটি রঙে কেনা যাবে। এগুলো হল চারকোল, সায়ান, এবং লাল। এই ফোনটির দাম 2,699 টাকা।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.