Nokia 130 ভারতে পাওয়া যাচ্ছে

Nokia 130 ভারতে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

Nokia 130 রেড, গ্রে আর ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে আর এটি ডুয়াল সিম ভেরিয়েন্টের ফোন

গতমাসে HMD Global Nokia 130 আর Nokia 105 ফিচার ফোন লঞ্চ করেছিল। Nokia 105  লঞ্চের পরেই   Rs 999 তে পাওয়া যাচ্ছিল। আর অন্য ফোনটির দাম কত হবে সেই সময় কোম্পানি তা জানায়নি। এবার কোম্পানি ভারতে Nokia 130 নিয়ে এসেছে। আর এবার এই ফোনটি রিটেল স্টোরে কিনতে পাওয়া যাচ্ছে। Nokia 130 রেড, গ্রে আর ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে আর এটি ডুয়াল সিম ভেরিয়েন্টের ফোন। এর দাম Rs 1599।

Nokia 130 ফোনটিতে 1.8ইঞ্চির QVGA (240*320) ডিসপ্লে আছে আর এটি LED টর্চ লাইট যুক্ত। এর মেমারিকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অপব্দি বাড়ানো যায়। এই ফোনে একটি VGA রেয়ার ক্যামেরা আছে। এই ফোনে ইন বিল্ট FM রেডিও, মিউজিক প্লেয়ার আর ব্লুটুথ আছে। এই ফোনটি Nokia Series 30+ অপারেটিং সিস্টেমে চলে। আর এই ফোনের ব্যাটারি 1020 mAh এর যা 11.5 ঘন্টার ভিডিও প্লেব্যাক আর টানা 44.5 ঘন্টার FM রেডিও চালাতে পারে।

Nokia 130 ফোনটির মেজারমেন্ট 111.5 x 48.4 x 14.2 mm আর এই ফোনে কিছু গেমসও আছে। আর এর সঙ্গে Gameloft এর মাধ্যমে কিছু গেম কেনা যেতে পারে।

HMD Global India’র ভাইস প্রেসিডেন্ট Ajey Mehta বলেছেন যে “Nokia 130 সারা দিন মনোরঞ্জন আর কাজের জন্য বানানো হয়েছে। এর হাই কোয়ালিটির ভয়েস আর কল ক্লিয়ারিটি খুব স্পেশাল, Nokia 130 একটি স্টাইলিস্ট আর ভাল এন্টারটেনিং প্যাকেজ” ।

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo