ভারতে মাত্র 1,599 টাকায় এল NOKIA 110 ফিচার ফোন

Updated on 17-Oct-2019
HIGHLIGHTS

এই 2G ডিভাইসটি প্রথমে IFA 2019 য়ে লঞ্চ করা হয়েছিল

আর এর সঙ্গে Nokia 2720 Flip, Nokia 7.2, Nokia 6.2 আর Nokia 800 Toughও লঞ্চ করা হয়েছিল

মনে করা হচ্ছে যে এই Nokia 105 ফোনের আপগ্রেটেড ভার্সান

HMD গ্লোবাল একটি নতুন ফিচার ফোন লঞ্চ করছে আর এই ফোনটি Nokia 110 নামে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের দাম 1,599 টাকা। আর এই 2G ডিভাইসটি সবার আগে IFA 2019 য়ে লঞ্চ করা হয়েছিল আর এর সঙ্গে, Nokia 2720 Flip, Nokia 7.2, Nokia 6.2 আর Nokia 800 Toughও লঞ্চ করা হয়েছিল। আর মনে করা হচ্ছে যে Nokia 105 ফোনের আপগ্রেটেড ভার্সান। এই ডিভাইসে আপনারা MP3 প্ল্যেয়ার FM রেডিও আর ক্লাসিক স্নেক গেম পাবেন, আর এর সঙ্গে আপনারা এতে 19 ঘন্টার ব্যাটারি স্ট্যান্ডবাই টাইম পাবেন।

Nokia 110 ফোনের ভারতে দাম

ভারতে এই Nokia 110 মোবাইল ফোনটি নিল, কালো আর গোলাপি রঙে কেনা যাবে আর এর সঙ্গে আপনারা 18 অক্টোবর এই ফোনটি ভারতের সব রিটেল স্টোরে কিনতে পারবেন। আর এর সঙ্গে কোম্পানি এই ফোনটি অফিসিয়াল অনলাইন স্টোরেও 1,599 টাকায় কেনা যাবে।

Nokia 110 ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

Nokia 110 মোবাইল ফোনটি Nokai 105 য়ের আপগ্রেটেড ভার্সান। আর এই ফোনটিতে আছে একটি 1.77 ইঞ্চির QVGA কালার ডিসপ্লে। আর এই ফোনের নাম কোম্পানি ‘এন্টারটেনম্নেট ইন ইউর পকেট’ নাম দেওয়া হ্যছে। আর এই ফোনে একটি VGA ক্যামেরা আছে আর এর সঙ্গে গান শোনার জন্য এই ফোনে মিউজিক প্লেয়ার আছে আর এই ফোনে আছে ভাল গেমের জন্য স্নেক গেম, ডুডাল গেম, নিঞ্জা অ্যাপ, ইত্যাদি।

এই ফোনে FM রেডিও আর 32GB র মাইক্রো এসডি কার্ড সাপোর্ট আছে। আর এর সঙ্গে এই ফোনে আছে 19 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম। নোকিয়া তাদের এই ফোনে একটি 800mAH য়ের রিমুভেবেল ব্যাটারি দিয়েছে। আর এর সঙ্গে এই ফোনটি ডুয়াল সিমের ফোন।

Connect On :