Nokia -এর তরফে ভারতে দুটো ফোন লঞ্চ করা হল সদ্য। এক প্রকার চুপিসারে দেশে নিয়ে আসা হল দুটো কিপ্যাড ফোন। HMD গ্লোবালের তরফে সদ্য লঞ্চ করা এই ফোন দুটোর নাম Nokia 110 4G এবং Nokia 110 2G।
ছোট বা কিপ্যাড ফোনের ক্ষেত্রে যে Nokia বহু মানুষেরই ভরসা বা শেষ কথা সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই দুটো ফোন যেন নতুন করে সেই কথাই প্রমাণ করবে। সদ্য লঞ্চ হওয়া ফোন দুটোর দাম দেশে 2,000 টাকার কম রাখা হয়েছে।
Nokia 110 4G এবং Nokia 110 2G -এর সাহায্যে UPI লেনদেন করা যাবে। হ্যাঁ, গ্রাহকরা এই ফোনের সাহায্যে সহজেই QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। কেবল বয়স্ক বা যাঁদের কিপ্যাড ফোন ব্যবহার করতে সুবিধা হয় তাঁদের জন্যই এই ফোন আনা হয়েছে এমনটা একদমই নয়। নতুন প্রজন্মের কথাও মাথায় রাখা হয়েছে।
তাই তো বাজারে এই ফোনটি মিডনাইট ব্লু এবং পার্পল রঙেও উপলব্ধ হয়েছে। এখানে ব্যবহারকারীরা পাবেন 4G সাপোর্ট।
Nokia 110 4G ফোনটি কিনতে দাম পড়বে 2,499 টাকা। অন্যদিকে 1,699 টাকার বিনিময়ে কেনা যাবে Nokia 110 2G। এই দ্বিতীয় ফোনটি গ্রাহকরা চারকোল ব্ল্যাক এবং নীল রঙে কিনতে পারবেন।
অন্যদিকে 4G ফোনটি যেমনটা একটু আগে বলা হল তেমন মিডনাইট ব্লু এবং পার্পল রঙে কেনা যাবে। গ্রাহকরা যাঁরা এই ফোন কিনতে চান তাঁরা এটিকে Nokia -এর ওয়েবসাইট বা E-commerce সাইট থেকে কিনতে পারবেন। এমনকি অফলাইন স্টোর থেকেও কেনা যাবে এই ফোন।
1. দুটো ফোনই তৈরি গিয়েছে পলিকর্বোনেট প্লাস্টিক দিয়ে।
2. S30+ অপারেটিং সিস্টেমের সাহায্যে চলবে এই ফোন দুটো।
3. QQVGA ডিসপ্লে রয়েছে এই ফোনে। 1.8 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন।
4. এই ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 32 GB পর্যন্ত বাড়ানো যাবে।
5. FM রেডিও এবং MP3 প্লেয়ারের সুবিধাও মিলবে এই ফোনে।
6. 4G ফোনে 4G কানেকটিভিটি এবং 2G ফোনে 2G কানেকটিভিটি রয়েছে।
7. গ্রাহকরা Nokia 110 4G ফোনে পেয়ে যাবেন 1450 mAh ব্যাটারি। অন্যদিকে 1000 mAh ব্যাটারি আছে Nokia 110 2G ফোনে। এই ফোন এক চার্জে 12 দিন চলতে সক্ষম বলেই কোম্পানির তরফে জানানো হয়েছে।
8. এই ফোনে গ্রাহকরা HD ভয়েস কলের সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
9. ডিজিটাল যুগের জন্য যেন আদর্শ এই ফোন। এখানে আছে UPI সাপোর্ট। 4G ফোনে গ্রাহকরা ইন বিল্ট UPI পেমেন্ট অ্যাপ পেয়ে যাবেন। ফলে সহজেই এই ফোনের সাহায্যে QR কোড স্ক্যান করে টাকা লেনদেন করা যাবে।
10. ফোন দুটো জল এবং ধুলো প্রতিরোধ করতে সক্ষম। এখানে IP52 রেটিং আছে। এছাড়া গ্রাহকরা এই ফোনে মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক, ব্লুটুথ সাপোর্ট পাবেন কানেকটিভিটির জন্য।