Nokia 105 এবার সেলের জন্য পাওয়া যাচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 20-Jul-2017
HIGHLIGHTS
Nokia 105 ফোনটির সিঙ্গেল সিম ভেরিয়েন্টের দাম Rs 999, আর এর ডুয়াল সিম ভেরিয়েন্টের দাম Rs 1149
HMD গ্লোবাল সম্প্রতি Nokia 105 আর Nokia 130 ফিচার ফোন দুটি ভারতে লঞ্চ করে দিয়েছে। এবার Nokia 105 ভারতীয় বাজারে সেলের জন্য পাওয়া যাচ্ছে। এটি অফলাইন স্টর্সে কেনা যাচ্ছে। ভারতে Nokia 105 সিঙ্গেল সিম ভেরিয়েন্টটির দাম Rs 999 আর এই ফোনের ডুয়াল সিম ভেরিয়েন্টের দাম Rs 1149।
আরও ভাল ডিলস এখানে দেখুন
Nokia 105 ব্লু, হোয়াইট আর ব্ল্যাক রঙে ম্যাট ফিনিশিং এর সঙ্গে পাওয়া যাবে, সেখানে Nokia 130 রেড, গ্রে আর ব্ল্যাক রঙে পাওয়া যাবে।
Nokia 105 পলিকারবনেট বডি আর স্ক্যাচ-রেসিটেন্স কালারে পাওয়া যাবে। এই ফোনটিতে 1.8-ইঞ্চির QVGA 240x320p ডিসপ্লে থাকবে। এই ফোনে 800mAh এর ব্যাটারি আছে। এই ফোনটিতে FM রেডিও, 3.5mm AV কানেক্টিভিটি আর LED টর্চ লাইট আছে। এটি Nokia সিরিজ 30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে 4MB’র র্যাম আছে।