Nokia 105 (2024) ফিচার ফোন লঞ্চ, 18 দিন পর্যন্ত চলবে এই ব্যাটারি

Nokia 105 (2024) ফিচার ফোন লঞ্চ, 18 দিন পর্যন্ত চলবে এই ব্যাটারি
HIGHLIGHTS

HMD গ্লোবাল মার্কেটে তার ক্লাসিক ফিচার ফোন Nokia 105 (2024) এর নতুন ভার্সন লঞ্চ করেছে

রিপোর্টে দাবি করা হয়েছে যে এটি জুন মাসে লঞ্চ হওয়া এইচএমডি 105 এর একটি রিব্র্যান্ড

কোম্পানি দাবি করেছে যে নতুন ফোনে 18 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে

Nokia 105 (2024): নোকিয়া স্মার্টফোন মেকর কোম্পানি HMD গ্লোবাল মার্কেটে তার ক্লাসিক ফিচার ফোন নোকিয়া 105 (2024) এর নতুন ভার্সন লঞ্চ করেছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে এটি জুন মাসে লঞ্চ হওয়া এইচএমডি 105 এর একটি রিব্র্যান্ড। কোম্পানি দাবি করেছে যে নতুন ফোনে 18 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক নতুন নোকিয়া ফিচার ফোনে কী বিশেষ রয়েছে।

Nokia 105 (2024) এর দাম কত

ভারতে এইচএমডি এর ওয়েবসাইটে এখন পর্যন্ত ফোনটি লিস্ট করা হয়েনি। এছাড়া ফোনের দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি।

আরও পড়ুন: Redmi ভারতে লঞ্চ করল নতুন সস্তা ফোন, 7000 টাকার কম দামে 5000mAh ব্যাটারি রয়েছে

নোকিয়া 105 (2024) ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

Nokia 105 (2024) 2G feature phone launched

সবচেয়ে বড় বিশেষত্ব হল নোকিয়া 105 (2024) ফোনের ডিজাইন। ফোনে 2-ইঞ্চির 120×160 পিক্সেল রেজোলিউশন দেওয়া। কমপ্যাক্ট ডিজাইন পাওয়া যাবে। ফোনে 4MB RAM দেওয়া।

ফিচার ফোন হওয়া সত্ত্বেও, নতুন নোকিয়া ফোনে শক্তিশালী ব্যাটারি অফার করে। দাবি করা হচ্ছে ফোনে 1000mAh এর রিমুভেবল ব্যাটারি দেওয়া, যা 18 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পেতে পারেন। এই ফোনটি সেই ইউজারদের জন্য কাজে আসতে পারে,যারা শুধু কলিং করেন। এছাড়া ফোনটি বার-বার চার্জ করার ঝামেলা থেকে মুক্তি।

ফোনে 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। ফোনের সাথে যেকোনো হ্যাডফোন কানেক্ট করা যেতে পারে। শুধু তাই নয়, নোকিয়া 105 (2024) ফোনে এফএম রেডিও, এমপি3 প্লেয়ার, এলইডি ফ্ল্যাশ লাইট এর সুবিধা দেওয়া। ফোনে 2 হাজার পর্যন্ত কন্টেক্ট সেভ করা যেতে পারে। এর পাশাপাশি, স্নেক গেমও রয়েছে এই ফোনে।

আরও পড়ুন: Motorola Razr 50 Ultra ফ্লিপ স্মার্টফোন ভারতে লঞ্চ, 50MP ডুয়াল ক্যামেরা সহ পাওয়ারফুল প্রসেসর রয়েছে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo