এবার ফিচার ফোন থেকেই করা যাবে UPI পেমেন্ট, Nokia নিয়ে হাজির নতুন দুটি ফোন, দাম 1299 টাকা থেকে শুরু

এবার ফিচার ফোন থেকেই করা যাবে UPI পেমেন্ট, Nokia নিয়ে হাজির নতুন দুটি ফোন, দাম 1299 টাকা থেকে শুরু
HIGHLIGHTS

Nokia 105 (2023) এবং Nokia 106 4G দুটি ফিচার ফোনের বিশেষত্ব হল যে এতে ইন-বিল্ট UPI ফিচার দেওয়া হয়েছে

Nokia 105 ফোনটি ভারতে 1299 টাকায় লঞ্চ করা হয়েছে

গ্রাহকরা এবার থেকে স্মার্টফোনের মতোই ফিচার ফোন থেকেও UPI Payment করতে পারবেন

ভারতের স্মার্টফোন বাজারে HMD Global তার দুটি নতুন ফিচার ফোন নিয়ে হাজির হয়েছে। কোম্পানির এই দুটি ফোন হল Nokia 105 2023 এবং Nokia 106। এই দুটি ফিচার ফোনের বিশেষত্ব হল যে এতে ইন-বিল্ট UPI ফিচার দেওয়া হয়েছে।

Nokia এর এই দুটি ফোনই NPCI এর সাথে হাত মিলিয়ে লঞ্চ করা হয়েছে। এর মানে হল, গ্রাহকরা এবার থেকে স্মার্টফোনের মতোই ফিচার ফোন থেকেও UPI Payment করতে পারবেন। এই ফিচার সহ আসা ভারতে এটি প্রথম ফোন। এই ফোনগুলিতে NPCI এর ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টম দেওয়া হয়েছে, যা UPI 123PAY  বলা যেতে পারে।

ভারতে Nokia 105 (2023) এবং Nokia 106 4G এর দাম কত?

Nokia 105 ফোনটি ভারতে 1299 টাকায় লঞ্চ করা হয়েছে। এর পাশাপাশি, Nokia 106 4G এর দাম 2199 টাকা রাখা হয়েছে। এই দুটি ফিচার ফোনের বিক্রি অনলাইন এবং অফলাইন শুরু করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: WhatsApp এর বড় পদক্ষেপ, ভারতে 36 লক্ষ বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল কেন্দ্র সরকার

Nokia

Nokia 105 (2023) এবং Nokia 106 4G ফোনে কী ফিচার রয়েছে?

Nokia 105 (2023) একটি কমপ্যাক্ট ফিচার ফোন, যা 1000mAh ব্যাটারি সাপোর্ট সহ আনা হয়েছে। এই ফোনে ওয়্যারলেস FM রেডিও মতো ফিচার অফার করা হয়েছে।

এবার কথা Nokia 106 4G ফোনের। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ফোনটি 4G কানেক্টিভিটি ফিচার সহ আনা হয়েছে। এতে IPS ডিসপ্লে রয়েছে। এছাড়া ফোনের কীবোর্ডটি ব্যাকলিট, যা কম আলোতেও পরিস্কার দেখা যায়। ফোনে 1450 mAh এর ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি যে ফোনটি স্ট্যান্ডবাই মোডে কয়েক সপ্তাহ চলতে পারে।

UPI 123PAY কি ?

আরও পড়ুন: BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান! 99 টাকার মাসের খরচে মিলবে ডেটা এবং কলিং সুবিধা

এই সার্ভিসটি একটি থ্রি-স্টেপ পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়াই ডিজিটাল পেমেন্ট করা যেতে পারে। UPI 123Pay এর সাহায্যে 4টি উপায়ে ডিজিটাল পেমেন্ট করা যায়।

1- IVR (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) নম্বরে কল করে

2- ফিচার ফোনে অ্যাপের ফাংশনালিটি এর মাধ্যমে

3- মিসড কলের মাধ্যমে

4- প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক পেমেন্টের মাধ্যমে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo