এই প্রথম Nokia 1 ফোনটির বিষয়ে জানা গেল, এটি হবে এখনও অব্দি নোকিয়ার সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড ফোন

এই প্রথম Nokia 1 ফোনটির বিষয়ে জানা গেল, এটি হবে এখনও অব্দি নোকিয়ার সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড ফোন
HIGHLIGHTS

Nokia 1 ফোনটিতে 1GB র‍্যাম আর 8GB’র ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে

আসা করা হচ্ছে যে Nokia 1 এর বিষয়ে প্রথম কোন খবর সামনে এসেছে। এই স্মার্টফোনটি HMD গ্লোবালের লাইনআপে থাকা সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে। Nokia 1 এর দাম $95/€80 হতে পারে।

আমরা আসা করছি যে, Nokia 1 অ্যান্ড্রয়েড ফোনটি মার্চ মাসে লঞ্চ হতে পারে। পাওয়া খবর অনুসারে Nokia 1 ফোনটিতেও Nokia 2 এর মতন 720 পিক্সালের IPS ডিসপ্লে থাকতে পারে।

আর এর সঙ্গে Nokia 1 ফোনটিতে 1GB র‍্যাম আর 8GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে। এটি মেটাল ফ্রেম যুক্ত পলিকার্বোনেট বডির সঙ্গে আসবে।

এর সঙ্গে এও জানা গেছে যে, Nokia 1 ফোনটি অ্যান্ড্রয়েড গোতে কাজ করবে আর যা মোবাইল অ্যাপসের লাইট ভার্শান, যা কম শক্তিশালী ডিভাইসের জন্য বানানো হয়েছে। আর সেখানে Nokia 2 ফোনটি সম্পূর্ণ অ্যান্ড্রয়েডে কাজ করে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo