NOKIA `1.3 ফোন কোম্পানির পরবর্তী এন্ট্রি লেভেল ফোন হতে পারে

NOKIA `1.3 ফোন কোম্পানির পরবর্তী এন্ট্রি লেভেল ফোন হতে পারে
HIGHLIGHTS

কোম্পানি Nokia 1.3 নিয়ে কাজ করছে

ফোনের মডেল নাম্বার TA-1213

HMD Global খুব তাড়াতাড়ি তাদের অন্য একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করতে পারে। নোকিয়ার নতুন ফোনের মডেল নাম্বার TA-1213 র সঙ্গে ব্লুটুথ সার্টিফিকেশান সাইটে দেখা গেছে। আর গুজব অনুসারে এই ফোনটি Nokia 1.3 হতে পারে।

ব্লুটুথ লিস্টিংয়ে Nokia TA-1213 কে ব্লুটুথ 4.2 র সাপোর্ট দেওয়া হয়েছে আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 200 সিরিজের প্রসেসার থাকতে পারে যা কোয়াল্কম 215 প্রসেসার হবে বলে মনে হয়। Nokia 1.3 র বিষয়ে বেশি কিছু জানা জায়নি। তবে এই ফোনটি তাড়াতাড়ি লঞ্চ হতে পারে।

কোম্পানি তাদের Nokia 2.3 ফোনটি ভারতে লঞ্চ করেছে। আর এই ফোনটি মানে Nokia 2.3 ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে আর এর সঙ্গে এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এউই ফোনটি অ্যান্ড্রেয়েড 10 য়ের আপডেট পাবে। আর এই ফোনে আছে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে আর এই ফোনে আপনারা কোয়াড কোর মিডিয়াটেক হেলিও A22 চিপসেট পাবেন। আর এই ফোনে আছে 2GB র‍্যাম।

আমরা যদি ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআও আছে যা 13MP f/2.2 অ্যাপার্চারের মেন ক্যামেরা একটি 2MP র ডেপথ সেন্সার আর 32GB র স্টোরেজ আছে। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo