Redmi 6 সিরিজের সব ফোনের বিষয়ে জানা গেল সব কিছু, আপনি কী জানেন!

Redmi 6 সিরিজের সব ফোনের বিষয়ে জানা গেল সব কিছু, আপনি কী জানেন!
HIGHLIGHTS

5 সেপ্টেম্বর দিল্লির একটি ইভেন্টে Redmi 6A, Redmi 6 আর Redmi 6 Pro লঞ্চ করা হবে

কয়েক মাস আগে চিনে সাওমি তাদের Redmi 6 সিরিনের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছিল, আর এর মধ্যে Redmi 6A, Redmi 6 আর Redmi 6 Pro আছে। আর এবার এই ফোন গুলি কোম্পানি ভারতে লঞ্চ করবে। 5 সেপ্টেম্বর দিল্লির একটি ইভেন্টে এই স্মার্টফোন গুলি লঞ্চ করা হবে। আর এবার এই ফোনের লঞ্চের কিছু দিন আগে এই ফোনের কোন কোন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হবে তা জানা গেছে।

MySmartPrice য়ের একটি রিপোর্ট অনুসারে Redmi 6A নচ যুক্ত বাজেট ভেরিয়েন্টের ফোন হবে আর এটি ব্ল্যাক, ব্লু, রোজ, গোল্ড কালারে পাওয়া যাবে আর এটি 2GB র‍্যাম আর 16GB বা 2GB র‍্যাম আর 32Gb ভেরিয়েন্টে আসবে।এই ভেরিয়েন্টে Redmi 6, Redmi 6A আর Redmi 6 Pro আসতে পারে

Redmi 6 য়ের Redmi 6A র মতন একই কালারে আসবে। আর এই স্মার্টফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। আর Redmi 6A ফোনটি রেড, ব্লু, ব্ল্যাক আর গোল্ড কালারে পাওয়া যাবে। আর এই ফোনটি 3GB/32Gb আর 4GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে।

সম্ভাব্য দাম

Redmi 6A ফোনটি আগের Redmi 5A ফোনের জায়গা নেবে বলে মনে করা হচ্ছে আর এই ডিভাইসটি 5,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে আর এছার আএই ডিভাইসের হাই এন্ড ভেরিয়েন্টটি 6,999 টাকায় কেনা যাবে। Redmi 6 য়ের বেস ভেরিয়েন্টের দাম 8,499 টাকা আর এর হাই ভেরিয়েন্টের দাম 9,999 টাকা হতে পারে। Redmi 6 Pro ফোনটিকে কোম্পানি 11,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করতে পারে আর এটি 13,999 টাকা পর্যন্ত দামের হতে পারে।

Redmi 6 আর Redmi 6A

Redmi 6 আর Redmi 6A ফোনের স্পেক্স আর ফিচার্স অনেকটাই এক রকমের এই দুটি ফোনে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 হওয়ার সম্ভবনা আছে। আর সেখানে Redmi 6A মিডিয়াটেক হেলিও P22 অক্টা কোর SoC চিপসেট যুক্ত আর Redmi 6A মিডিয়াটেক হেলিও A22 কোয়াড কোর SoC যুক্ত।

আর এছাড়া এদের পার্থক্য এদের ক্যামেরা ডিপার্টমেন্টে। Redmi 6 ব্যাকে 12+5MP র ক্যামেরা যুক্ত আর সেখানে Redmi 6A তে 13MP র সিঙ্গেল ক্যামেরা আছে। Redmi 6 স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে তবে Redmi 6A ফোনে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। আর এই দুটি ফোনের ফ্রন্টে 5MP র ক্যামেরা আছে। আর এই ফোন গুলিতে 3,000mAh য়ের ব্যাটারি আছে।

Redmi 6 Pro

Redmi 6 Pro ফোনে তিনটি ডিভাইসের মধ্যে প্রিমিয়াম ডিভাইস। এই স্মার্টফোনে 5.84 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে আর এর ট পে নচ থাকবে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনের নচে ফ্রন্ট ক্যামেরা ইয়ারপিস আর প্রক্সিমিটি সেন্সার আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 অক্টা-কোর SoC আছে আর এই ফোনে 2GHz য়ের ক্লকড স্পিড আছে।

এই স্মার্টফোনে ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে, যা 12MP র প্রাইমারি সেন্সার f/2.2 অ্যাপার্চারের সঙ্গে আর অন্যটি 5MP র ডেপথ সেন্সার। আর সেলফি নেওয়ার জন্য এই ফোনে 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 4,000mAh য়ের ব্যাটারি আছে আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে MIUI 10 য়ে কাজ করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo