6GB র্যাম আর স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার যুক্ত নতুন ZTE নুবিয়া স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে
এই নতুন ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হবে, এই ফোনটিতে 6GB র্যামও থাকতে পারে
ZTE এর নুবিয়া লাইন আপ ফোনের মধ্যে একটি জনপ্রিয় ডিভাইস। আর এই ফোনটি একটি শক্তিশালী চিপসেট যুক্ত। Nubia Z17 ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার দেওয়া হয়েছে। আজকে এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে
এবার মনে করা হচ্ছে যে কোম্পানি তাদের একটি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসের ওপর কাজ করছে। আপাতত এটি Nubia NX606J নামে নিয়ে আসা হতে পারে। এই ফোনটি এনটুটূতে দেখা গেছে।
এবার একটি নতুন লিকে NX606J এর বিষয়ে কিছু খবর পাওয়া গেছে। এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে 6GB র্যাম থাকতে পারে।
আর এছাড়া এই ফোনটি FHD+ ডিসপ্লের সঙ্গে আসতে পারে। এর ডিসপ্লে রেজিলিউশান 2160 X 1080পিক্সাল হওয়ার সম্ভাবনা আছে। এটি অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে আসতে পারে।
আপাতত এই ফোনটির বিষয়ে এর থেকে বেশি কিছু জানা যায়নি। আসা করা হচ্ছে যে এই ফোনটির বিষয়ে খুব তাড়াতাড়ি অনেক খবর পাওয়া যাবে।