কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 865 নিয়ে নতুন একটি খবর জানা গেছে

Updated on 18-Jun-2019
HIGHLIGHTS

ফ্ল্যাগশিপ SoC র বিষয়ে জানা গেছে

কোয়াল্কম এই বছরের শেষের মধ্যে তাদের নতুন ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে আসতে পারে তবে এই চিপসেট সামনের বছরের স্মার্টফোনে আসতে পারে। আর ফ্ল্যাগশিপ SoC র কিছু ডিলস বিখ্যাত টিপস্টার Roland Quandtটুইট করেছে আর সেখাএন স্ন্যাপড্র্যাগন 865 য়ের নাম জানা গেছে ।

টিপস্টারের কথা অনুসারে নেক্সট জেনারেশানের এই চিপসেট স্ন্যাপড্র্যাগন 865 নামে আসবে আর এটি SM8250 মডেল নাম্বার যুক্ত। আর এই বিষয়ে জানা গেছে যে এই চিপসেট দুটি ভেরিয়েন্টে আসবে যা Kona আর Huranca কোডনেম দেওয়া হয়েছে। আর দুটি ভেরিয়েন্ট LPDDR5X RAMand UFS 3.0 ফ্ল্যাশ স্টোরেজ সাপোর্ট করে।

https://twitter.com/rquandt/status/1139569461550362630?ref_src=twsrc%5Etfw

দুটি ভেরিয়েন্টে বড় পার্থক্য এই যে এদের মধ্যে একটি 5G মডেল (SDX55) হবে। তবে এই বিষয়ে জানা জায়নি যে এই ভেইরিয়েন্টে কি থাকবে। আর এই নতুন চিপসেট galaxy S11 য়ে আসতে পারে। আর স্ন্যাপড্র্যাগন 865 য়ে 5G মোডেম কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন X55 থাকবে যা স্ন্যাপড্র্যাগন X50 মোডেমে আপগ্রেড করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :