Xiaomi Redmi Note 4X নতুন আপডেট পেল

Updated on 22-Jun-2017
HIGHLIGHTS

এই আপডেটটি ভার্শন 8.2.10.0

Xiaomi Redmi Note 4X নতুন আপডেট পাওয়া শুরু করে দিয়েছে। এই আপডেটটি ভার্শন 8.2.10.0। এই আপডেটের ফলে এই ফোনটি এবার অনেক নতুন ফিচার্স পাবে। এই আপডেটটি এই ফোনের জন্য মে মাসের সিকিউরিটি আপডেট নিয়ে এসেছে। 

এই নতুন আপডেটের ফলে এই ফোনে থাকা পুরনো সমস্যা গুলিও ঠিক হয়েছে, যেমন এসডি কার্ডের সমস্যা, স্টেট বার সংক্রান্ত সমস্যা।

এই ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনে 5.5-ইঞ্চির FHD ডিসপ্লে আছে। এই ডিভাইসে হেলিও X20 চিপস্টেক স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার এর সঙ্গে দেওয়া হয়েছে।

এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 64GB আর এটি 4GB র‍্যাম যুক্ত। এই স্মার্টফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। 

আজ Flipkart থেকে এই প্রোডাক্ট গুলি বিশাল ডিস্কাউন্টের সঙ্গে কিনুন

সোর্সঃ

Connect On :