Xiaomi ‘র নতুন Redmi 5 স্মার্টফোনটি 20 মার্চ প্রথম কিনতে পাওয়া যাবে

Updated on 16-Mar-2018
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি আপনি 20 মার্চ দুপুর 12 টায় অ্যামাজন, মি.কম থেকে কেনা যাবে, এই ডিভাইসটি অ্যামাজন বা মি.কম থেকে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা হলে ইউজার্সরা 5 শতাংশ ক্যাশব্যাক পাবে

Xiaomi গত বুধবার ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi 5  স্মার্টফোনটি লঞ্চ করেছে, যার দাম শুরু হচ্ছে 7,999টাকা থেকে। এই স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্টটিতে 2GBর‍্যাম/16GB রোম আছে, যার দাম 7,999 টাকা, আবার 3GBর‍্যাম/32GBস্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999টাকা আর এর সব থেকে বড় ভেরিয়েন্টটি 4GBর‍্যাম/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999টাকা। স্মার্টফোন থেকে শুরু করে হেডফোন, স্পিকার সবই অ্যামাজন ইন্ডিয়াতে ব্যাপক ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে

আপনি এই স্মার্টফোনটি 20 মার্চ দুপুর 12টায় অ্যামাজন মি.কম থেকে কেনা যাবে, এই ডিভাইসটি অ্যামাজন বা মি.কম থেকে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা হলে ইউজার্সরা 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। ইউজার্সরা তাদের কিন্ডলে ইবুক কিনলেও 90% (400 টাকা)’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।

Redmi 5 ফোনটিতে স্যানফোর্সড কন্সার্ন্স আর মেটাল ইউনিবডি যুক্ত আর 18:9 অ্যাস্পেক্ট রেশিও ডিসপ্লে অফার করে। ডিস্পলে সাইজ 5.7 ইঞ্চির আর এটি HD+ ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 1440×720পিক্সাল। এই ফোনটিতে অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 SoC আর অ্যাড্রনো 506 GPU যুক্ত।

এই স্মার্টফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক, এই স্মার্টফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে যা 1.25 মাইক্রন পিক্সাল, PDAF, HDR, f/2.2 অ্যাপার্চার আর LED ফ্ল্যাশ যুক্ত। এই ফোনটি সামনের দিকে আর 5MP’র সেন্সার আছে, যা LED লাইট যুক্ত আর কোম্পানি বলেছে যে এটি ভিউটিফাই 3.0 ফিচারের সঙ্গে এনহেন্সড পোট্রেট শট ক্যাপচার করতে পারে।

এই স্মার্টফোনটিতে 3300mAhয়ের ব্যাটারি আছে যারা সাধারন ফোনের ব্যবহার করে তাদের জন্য ফোনটি পুরো দিন চলে আর গেমিংয়ের সময় এটি 9 ঘন্টা অব্দি ভিডিও প্লেব্যাকের সময় 10 ঘন্টা অব্দি ঘন্টা অব্দি চলে। এই ডিভাইসে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এটি MIUI 9 য়ে কাজ করে যা অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে চলে। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে GPS, A-GPS, WiFi, ব্লুটুথ 4.2, একটি 3.5mm য়ের হেডফোন জ্যাক সাপোর্ট করে আর চার্জিং য়ের জন্য এটি মাইক্রো USB পোর্ট যুক্ত।

Connect On :