শাওমির নতুন 5G ফোনের প্রিমিয়াম মেটিরিয়ালের সঙ্গে লঞ্চ হতে পারে

Updated on 24-Sep-2019
HIGHLIGHTS

কোম্পানি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য টিজার নিয়ে এসেছে

প্রিমিয়াম মেটিরিয়াল দিয়ে ডিভাইসটি তৈরি করা হবে

Titanium (Ti), Silica (SiO2) আর Alumina (AI203) থাকবে এর মেটিরিয়াল হিসাবে

শাওমিও তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ 5G ফোনের জন্য টিজার নিয়ে এসেছে। টিজারে পরবর্তী ফোনটির মেটিরিয়ালের বিষয়ে জানা গেছে। আর এখনও পর্যন্ত বিভিন্ন গুজব অনুসারে নতুন ফোন Mi MIX Alpha নামে আসবে।

টিজার থেকে জানা গেছে যে এই ফোনে মেটিরিয়াল স্বরূপ Titanium (Ti), Silica (SiO2) আর Alumina (AI203) থাকবে। আর এই মেটিরিয়ালের বাকি স্মার্টফোনে করা হয়েছে। টিটেনিয়ামের ব্যাবহার ফ্রেম হিসাবে করা হবে আর সিলিকনা আর স্ক্রিন আর অ্যালুমেনিয়ামের ব্যাবহার হার্ড গ্লাস হিসাবে করা হবে। ফোনে তিনটি মেটিরিয়াল ব্যাবহার করা হবে।

এই ছবি গুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবো অ্যাকাউন্টে দেখা গেছে। আর ফোনে 100 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও থাকবে।

নতুন Mi Mix Alpha ফোনটি 24 সেপ্টেম্বর লঞ্চ করা হবে আর এই ডিভাইসের সঙ্গে  Mi 9 Pro 5G স্মার্টফোনও লঞ্চ করা হবে। আর এই স্মার্টফোনে আপনারা কোয়াল্কম 855 প্লাস আর 12GB র‍্যাম পাবেন। আর ফোনে 512GB আর স্টোরেজ হিসাবে MIUI 11 কাজ করবে। আর এই সফটোয়্যারও এই ইভেন্টে আসবে।

Connect On :