Redmi কোম্পানির তরফে 2023 সালের প্রথম দিকেই Redmi Note 12 সিরিজ লঞ্চ করে। তখন সেই ফোনের সিরিজে ছিল Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro Plus 5G। এতদিন এই ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ ছিল। এখন এই কোম্পানির তরফে এই ফোনের একটি নয়া স্টোরেজ মডেল লঞ্চ করেছে। এই নতুন মডেলে মিলবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
Redmi Note 12 5G ফোনটির যে 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে সেটার দাম রাখা হয়েছে 17,999 টাকা। এখানে মিলবে 4 GB RAM। অন্যদিকে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কেনা যায় 19,999 টাকায়। এবার যে নতুন ভ্যারিয়েন্ট এল, অর্থাৎ 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজের সেটার দাম দেশে রাখা হয়েছে 21,999 টাকা। আগামী 6 এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে যা গ্রাহকরা ফ্রস্টেট গ্রিন, ম্যাট ব্ল্যাক, এবং মিস্টিক ব্লু রঙে কিনতে পারবেন। Amazon থেকে কেনা যাবে এই ফোন।
1. এটি অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে। এখানে মিলবে MIUI 13- এর সুবিধা।
2. 120 Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস সহ 6.67 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। সুরক্ষার জন্য এখানে উপলব্ধ আছেন গোরিলা গ্লাস 3 -এর সুবিধা।
3. Snapdragon 4 Gen 1 প্রসেসর রয়েছে এই ফোনে।
4. 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এখানে।
5. 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর।