OnePlus 5 আর OnePlus 5T র জন্য নতুন আপডেট এল

Updated on 30-Jul-2018
HIGHLIGHTS

এই আপডেটে স্লিপ স্ট্যান্ডবাই মোড ফিচার আছে আর এটি ব্যাটারি লাইফ ভাল করে

OnePlus, OnePlus5 আর OnePlus 5T র জন্য নিজেদের লেটেস্ট Oxygen OS 5.1.4 স্টেবেল OTA আপডেট দিয়েছে। অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর আপডেট ফেজ ম্যানের এটি আসবে। আর এই আপডেটে দুটি ডিভাইসের জুলাই 2018 সিকিউরিটি প্যাচ, বাগ ফিক্স আর পার্ফর্মেন্সে উন্নতি করা হবে। আর এই আপডেট একটি ভাল ব্যাটারি ফিচার “স্লিপ স্ট্যান্ডবাই মোড” দেওয়া হয়েছে, আর এই ফিচার ব্যাটারি ডিভাইস আইডিয়াল স্টেজে থাকলে ব্যাটারি তখন কমিয়ে দেওয়া হবে। ফোরাম পোস্টে OnePLus দাবি করেছে যে ডিভাইস নিজের থেকে বুঝে ইউজার্সদের প্যাটার্ন বুঝে যখন ডিভাইস আনটাচ হবে তখন সব নেটওয়ার্ক বন্ধ হ্যে ব্যাটারি লাইফ বাচাবে।

আপনারা ওঠার আগে পর্যন্ত সব নেটওয়ার্ক ক্যন্সে করে দেবে আর স্লিপ স্ট্যান্ডবাই মোডের বাইরে আসবে। আর এও দেখবে যে কোন দরকারি নোটিফিকেশান যেন বন্ধ না হয়ে যায়। আপনারা সেটিংসে গিয়ে এটি অ্যাক্টিভেট করতে পারবেন বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর এর জন্য আপনাদের সেটিংসে গিয়ে স্টেপ ফলো করতে হবে – সেটিংস > ব্যাটারি> ব্যাটারি অপ্টিমাইজেশান> অ্যাডভান্স অপ্টিমাইজেশান> স্লিপ স্ট্যান্ডবাই অপ্টিমাইজেশান।

কোম্পানি কোয়ালিটিতে উনত্তি করার জন্য ক্যামেরা সফটোয়্যারেও কাজ করছে, তবে তা মেনশান করা হয়নি।

Connect On :