ফ্লিপকার্টে SAMSUNG GALAXY NOTE 10 টিজ হতে দেখা গেছে

ফ্লিপকার্টে SAMSUNG GALAXY NOTE 10  টিজ হতে দেখা গেছে
HIGHLIGHTS

এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হতে পারে

দু জন টিপস্টার স্ন্যাপড্র্যাগন 855+ আর এক্সিয়ন্স 9825 SoCর বিষয়ে নিশ্চিত করেছে

Galaxy Note 10 ‘unpacked’ ইভেন্টের দিন যত এগিয়ে আসছে স্যামসাং ভারতে তাদের আপকামিং ফোনের বিষয়ে জানানো শুরু করেছে। ই কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে একটি মাইক্রো সাইট এসেছে সেখানে গ্যালাক্সি নোট 10 য় টিজ করা ইয়েছে যা S পেন আর ক্যামেরা যুক্ত হবে। স্যামসাং এই লঞ্চ ইভেন্টে Barclays Center, New York ইয়ে করবে আর এর লাইভ স্ট্রিম 8 আগস্ট 1:30 am য়ে দেখা যাবে।

এর মধ্যে টিপস্টার ইভান ব্লাস নোট ফ্ল্যাগশিপ ফোনের ব্যাটারির কথা বলেছেন। আর টিপস্টার দাবি করেছে যে নোট 10 ফোনে 3600mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর এখনও পর্যন্ত প্লাস ভেরিয়েন্ট নিয়ে কোন খবর আস্নি। আর এর আগে বলা হয়েছিল যে এই ফোনে 5000mAh য়ের ব্যাটারি 25W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনের 4300mAh য়ের ব্যাটারি 45w ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।

ব্লাসের কথা অনুসারে এই ফোনে 6.3 ইঞ্চির AMOLED প্যানেল থাকবে আর এই ফোনে 60Hz রিফ্রেস রেট থাকতে পারে। আর galaxy Note 10 ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্লাস চিপসেট থাকতে পারে। আর এই ফোনে আপনারা S পেন পেতে পারেন।

আর @onleaks, ও দাবি করেছে যে Note 10 ফোনে আপনারা এক্সিয়ন্স 9825SoC আছে আর এই ফোনটি এর সঙ্গেই বেশিরভাগ গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে। আর এর সঙ্গে এই ফোনে 12+16+12MP র ক্যামেরা থাকতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo