Spice Devices ভারতে তাদের সস্তার স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিকে F311 নামের সঙ্গে লঞ্চ করা হয়েছে, এই স্মার্টফোনটি গুগলের অ্যান্ড্রয়েড গো য়ের অন্তর্গত লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশানে) কাজ করে। Spice F311 য়ের দাম 5,599টাকা। আর এই ডিভাইসটি চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে- রোজ গোল্ড, ব্ল্যাক ফ্যান্টম রেড কালার এর মধ্যে অন্যতম। অ্যান্ড্রয়েড গো প্রকল্পের অন্তর্গত হওয়ার জন্য গুগলের পরবর্তী বিলিয়ান ইউজার্স টার্গেট করছে। আর এর মানে এই যে গুগল গো অ্যাপের সাপোর্টের সঙ্গে এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য এদের তৈরি করেছে।
এর স্পেসিফিকেশানের বিশেয় যদি কথা বলা যায় তবে Spice F311 য়ে 5.4 ইঞ্চির FWVGA+IPS ফুল ল্যামিনেশান ডিসপ্লে আছে যার রেজিলিউশান 480×960 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এছাড়া এই ডিভাইসে কালার ডেন্সিটির বিষয়ে যদি কথা বলি তবে এতে 196ppi আছে। ডিভাইসে মিডিয়াটেক 64বিট কোয়াড কোর চিপসেটের সঙ্গে মালি T720 MP1 GPU আছে।
এই ইলেক্ট্রনিক্স জিনিস গুলির ওপরে Paytm অসাধারন ডিল দিচ্ছে জানুন
এই ডিভাইসে 1GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আছে। আর এর স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে।এই ডিভাইসে 2,400mAhয়ের ব্যাটারি আছে। আর কোম্পানি বলেছে যে এটি 240 ঘন্তার স্ট্যান্ডবাই টাইম অফার করে।
অপ্টিক্সের বিষয়ে যদি কথা বলি তবে এতে F311 য়ের রেয়ার ক্যামেরা 5মেগাপিক্সালের যা f/2.0 অ্যাপার্চার যুক্ত আর এতে LED ফ্ল্যাশ দেওয়া হেয়ছে আর এর ফ্রন্টে 5মেগাপিক্সলাএর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এটিও LED ফ্ল্যাশ যুক্ত। আর কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে ডুয়াল সিম কার্ড স্লট, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n ব্লুটুথ 4.2, GPS আর USB OTG সাপোর্ট আছে।