10.or D2 স্মার্টফোনটি ভারতে একটি অ্যামাজন স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে, কোম্পানি ভারতে 10.orG, 10.or E, 10.or D ইত্যাদি ফোন আগেই লঞ্চ করেছে। আর এবার কোম্পানি তাদের নতুন স্মার্টফোন 10.orD2 লঞ্চ করেছে। আর ভারতে এই স্মার্টফোনটিই শুধু লঞ্চ হয়েছে তা না। আজকে ভারতে Samsung Galaxy Note 9 আর Xiaomi র POCO F1 স্মার্টফোনটিও লঞ্চ হয়েছে।
আমরা যদি 10.or D2 স্মার্টফোনের বিষয়ে কথা বলি তবে এই ডিভাইসের সব থেকে বড় বৈশিষ্ট্য এর 5.45 ইঞ্চির একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে। আর এছাড়া এই ফোনে 3GB র্যাম দেওয়া হেয়ছে। এই স্মার্টফোনটিতে 425 প্রসেসার আছে। আর এই ফোনে একটি 13MPর রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।
আমরা যদি এই ফোনটির দামের বিষয়ে কথা বলি তবে এই ফোনটি দুটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 2GB র্যাম আর 16GB স্টোরেজের দাম 6,999টাকা আর এই ফোনের 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,999টাকা রাখা হয়েছে। আর এই ডিভাইসটি আপনারা দুটি কালারে পাবেন।
এটি বিয়ন্ড ব্ল্যাক আর গ্লো গোল্ড কালারে কেনা যাবে। আর এই ডিভাইসটি 28 আগস্ট থেকে কেনা যাবে। তবে অ্যামাজন প্রাইম মেম্বাররা এই ডিভাইসটি 27 আগস্টের সেলে কিনতে পারবেন।
আর এছাড়া আপনারা যদি এই ডিভাইসটি কিনতে চান তবে আপনাদের বলে রাখি যে এটি পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 10% ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাবে আর এছাড়া, Induslnd ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে এই ফোনটি 10% ডিস্কাউন্ট কেনা যাবে। আর এর সঙ্গে এটি এক্সচেঞ্জ অফারেও কেনা যাবে আর এই ফোনটি এক্সট্রা 1,000 টাকার ডিস্কাউন্টে কেনা যাবে। আর জিওর তরফে এই ফোনের সঙ্গে 2,200 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।